শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Covid Booster Dose for All Adults করোনা মহামারী রোধে ফের বড়সড় ঘোষণা করল ভারত। এবার থেকে ১৮ বছর বয়সিদেরও বুস্টার ডোজ নেওয়ায় ছাড়পত্র মিলল। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ঘোষণা করেছে যে কোভিড সতর্কতা ডোজ, যা বুস্টার ডোজ নামেও পরিচিত সেটি আগামী ১০ এপ্রিল রবিবার থেকে বেসরকারি টিকাকেন্দ্রগুলি থেকেও উপলব্ধ হবে। যাদের বয়স ১৮ বছরের বেশি এবং দ্বিতীয় ডোজ দেওয়ার পর ৯ মাস পূর্ণ হয়েছে, তারা এর জন্য যোগ্য হবেন।
Adding an extra layer of safety!
Precaution Dose to be available to 18+ age group from 10th April, 2022, at Private Vaccination Centres.
All 18+ who have completed 9 months after administration of 2nd dose, would be eligible for Precaution Dose.
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) April 8, 2022
স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘যাদের বয়স ১৮ বছরের বেশি এবং দ্বিতীয় ডোজ দেওয়ার পরে ৯ মাস পূর্ণ হয়েছে, তারা সতর্কতা ডোজ পাওয়ার জন্য যোগ্য হবে। এই সুবিধাটি সমস্ত বেসরকারি টিকা কেন্দ্রে পাওয়া যাবে। এখনও পর্যন্ত দেশের ১৫+ জনসংখ্যার প্রায় ৯৬% কমপক্ষে একটি COVID-19 টিকার ডোজ পেয়েছে, পাশাপাশি ১৫+ জনসংখ্যার প্রায় ৮৩% উভয় ডোজ পেয়েছে। ২.৪ কোটিরও বেশি সতর্কতা ডোজ স্বাস্থ্যসেবা কর্মীদেরও দেওয়া হয়েছে, ফ্রন্টলাইন কর্মী এবং ৬০+ জনসংখ্যা গোষ্ঠী। ১২ থেকে ১৪ বছর বয়সি গ্রুপের ৪৫%ও প্রথম ডোজ পেয়েছে।’ Covid Booster Dose for All Adults
১০ এপ্রিল থেকে সবার জন্য তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ খোলার সিদ্ধান্ত ভারত সরকার এমন সময়ে নিল যখন চিন সংক্রমণের নতুন ঢেউ দেখছে। ভারত তার উদ্ভাবনী শক্তির মাধ্যমে করোনা মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন সমস্ত প্রাপ্তবয়স্করা ভ্যাকসিনের তৃতীয় ডোজের জন্য যোগ্য যা ভারতের টিকাকরণ কর্মসূচির জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।
Covid Booster Dose for All Adults
আরও পড়ুন : RBI : ATM-এ কার্ড ছাড়াই টাকা তোলা যাবে সব ব্যাঙ্কে, ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনরের
————
Published by Subhasish Mandal