Saturday, November 23, 2024
HomeদেশVigyan Dhara Scheme: সুখবর! বিজ্ঞান ও প্রযুক্তির জন্য বিজ্ঞান ধারা স্কিম অনুমোদন...

Vigyan Dhara Scheme: সুখবর! বিজ্ঞান ও প্রযুক্তির জন্য বিজ্ঞান ধারা স্কিম অনুমোদন কেন্দ্রের

‘বিজ্ঞান ধারা’ (Vigyan Dhara Scheme), কেন্দ্রের বড় পদক্ষেপ৷ বিজ্ঞান ও প্রযুক্তির উপর ফোকাস রেখে তৈরি হল এই বিজ্ঞান ধারা স্কিম। এর মধ্যে যেমন বিদ্যালয়স্তরে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকছে, তেমনই পরবর্তীতে গবেষণার বিভিন্ন ক্ষেত্রেও সাহায্য মিলবে এই প্রকল্প থেকে৷

কী কী সুবিধা রয়েছে ‘বিজ্ঞান ধারা’ প্রকল্পে?

জানা গিয়েছে, ‘বিজ্ঞান ধারা’ প্রকল্পের (Vigyan Dhara Scheme) জন্য ১০,৫৭৯ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই স্কিমের সহায়তায় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে একাদশ -দ্বাদশ শ্রেণি থেকে ইন্টার্নশিপ এবং পরবর্তীকালে গবেষণার ক্ষেত্রেও সহায়তা হবে৷ বিজ্ঞান নিয়ে পড়াশোনা, গবেষণা, গবেষণাগারের উন্নতি-সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ দেবে সরকার।

আরও পড়ুন: Mann Ki Baat : ‘শক্তিশালী ভারত গড়তে তরুণরা রাজনীতিতে যোগ দিন’, বললেন PM Modi

যে পাঁচটি বিষয়ের উপর ফোকাস করা হয়েছে এক্ষেত্রে সেগুলি হল-

১) একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য এই ইন্টার্নশিপ কর্মসূচি। ইউজি- পিজি ,পিএইচডি, পোস্ট ডক্টরাল রিসার্চের জন্য ফেলোশিপ মিলবে।
২) জয়েন্ট রিসার্চ, জয়েন্ট প্রজেক্ট ও জয়েন্ট ফেলোশিপ।
৩) নির্দিষ্ট কিছু বিষয়ের উপর জোর দেওয়া যেগুলি সমাজের উপর খারাপ প্রভাব ফেলে। যেমন আবহাওয়ার পরিবর্তন।
৪) আন্তর্জাতিক সহযোগিতায় গবেষণা৷
৫) শুধু গবেষণা নয়, বাস্তবে তার প্রয়োগ কতটা হচ্ছে, কতটা সমাজের উপকারে লাগছে তার উপর জোর দেওয়া হবে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular