Sunday, October 6, 2024
HomeদেশMann Ki Baat : 'শক্তিশালী ভারত গড়তে তরুণরা রাজনীতিতে যোগ দিন', বললেন...

Mann Ki Baat : ‘শক্তিশালী ভারত গড়তে তরুণরা রাজনীতিতে যোগ দিন’, বললেন PM Modi

‘মন কি বাত’ সম্প্রচারে, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে, স্বাধীনতা দিবসে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই এক লক্ষ তরুণকে রাজনীতিতে যোগদানের জন্য তাঁর আহ্বানে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি এবং তিনি তরুণদের একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।

মোদীর বার্তা

মোদী জানিয়েছেন, তিনি তরুণ সমাজকে রাজনীতিতে যোগ দেওয়ার যে ডাক দিয়েছিলেন সেই ডাকে প্রভূত সাড়া দিয়েছেন তরুণরা৷ তাঁরা অনেকেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় নিজের মত ব্যক্ত করেছেন৷ তরুণরা জানিয়েছেন, পরিবারতন্ত্রের রাজনীতি তলায় নতুন মেধা চাপা পড়ে যায় ৷

আরও পড়ুন : PM Modi Ukraine Visit : ‘এটা যুদ্ধের সময় নয়’, ইউক্রেন সফর শুরুর আগে মোদীর বার্তা

রবিবার মোদী বলেন, একবিংশ শতকে দেশে এমন অনেক কিছু ঘটছে যা ‘বিকশিত ভারত’ তৈরির ভিত্তিকে আরও শক্তপোক্ত করছে৷ তিনি আরও বলেন, তরুণদের একটা বড় অংশ রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক৷

তিনি আরও জানান, মহাকাশ ক্ষেত্রে বিভিন্ন রকম সংস্কার হয়েছে ৷ সেই লাভ উঠিয়েছেন তরুণরা ৷ উল্লেখ্য, গত ২৩ অগাস্ট দেশের প্রথম জাতীয় মহাকাশ দিবস (National Space Day) পালিত হয়েছে ৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular