Monday, May 20, 2024
HomeদেশBengal Global Business Summit বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন : রাজ্যে স্বাস্থ্য ও...

Bengal Global Business Summit বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন : রাজ্যে স্বাস্থ্য ও পর্যটন ক্ষেত্রে সাড়ে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি

কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Bengal Global Business Summit কোভিডের কারণে দু’বছর পরে নিউটাউনে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার রাজ্যপালের ভাষণের মাধ্যমে সামিট শুরু হয়। তাবড় তাবড় শিল্পপতিরা হাজির আছেন এবারের সামিটে। আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, উইপ্রো কর্ণধার আজিম প্রেমজি, জিন্দল গোষ্ঠী ছাড়াও সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, ঋষাদ প্রেমজি, নিরঞ্জন হিরানন্দানি, সঞ্জীব মেহতার মতো শিল্পপতিরাও এবারের সম্মেলনে উপস্থিত হয়েছেন।

বুধবার সম্মেলনের প্রথম দিনেই বড়সড় বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে রাজ্য। হিরানন্দানি গোষ্ঠী বাংলায় পনেরোশো কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। আদানি গোষ্ঠীর গৌতম আদানিও জানিয়েছেন, বাংলায় দশ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করবেন তাঁরা। এরফলে যে ২৫ হাজার চাকরির ক্ষেত্র প্রস্তুত হবে, তাও জানাতে ভোলেননি তিনি। Bengal Global Business Summit

আরও পড়ুন : Bengal Business Summit 2022 : বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে নজরকাড়া অংশ

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনেও বিনিয়োগের প্রতিশ্রুতি পেল রাজ্য সরকার। এদিন স্বাস্থ্য ও পর্যটন ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে ৩ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে রাজ্য। এরমধ্যে অ্যাপোলো গ্রুপ বিনিয়োগ করতে চলেছে ১ হাজার কোটি টাকা। বাটানগরে হাসপাতাল তৈরির কথা জানিয়েছে অ্যাপোলো গ্রুপ। পাশাপাশি মেডিক্যাল কলেজও তৈরি করা হবে বলে জানানো হয়েছে। Bengal Global Business Summit

এবার পর্যটন থেকে লাভ ঘরে তুলতে মরিয়া রাজ্য সরকার। কোভিড কালে পর্যটন শিল্পের ক্ষতি হয়েছে। তাই সম্মেলনে নজর দেওয়া হয়েছে পর্যটনের দিকেও। বাঁকুড়া-মুর্শিদাবাদে পর্যটনে লগ্নি বাড়াতে চাইছে রাজ্য। পাশাপাশি সাফারির ক্ষেত্রে উন্নত টেকনোলজি শিখতে চাইছে রাজ্য। উত্তরবঙ্গ ও সুন্দরবনে উন্নতমানের সাফারি করার ভাবনাচিন্তা রয়েছে রাজ্যের। পর্যটনের ক্ষেত্রে সাফারিকে আরও উন্নতমানের করে তুলতে কেনিয়ার সাহায্য পাবে রাজ্য। বাণিজ্য সম্মেলনের মঞ্চে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে কেনিয়া। Bengal Global Business Summit

পাশাপাশি এদিনের সম্মেলনে গুরুত্ব পেতে চলেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পও। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনেও এল সুখবর। বুধবার প্রথম দিনে বাংলায় দশ হাজার কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। এরপর বৃহস্পতিবার সম্মেলনের দ্বিতীয় দিন নজরে রাজ্যের স্বাস্থ্য ও পর্যটন খাত।

Bengal Global Business Summit

আরও পড়ুন : UK PM Boris Johnson in India দুই দিনের ভারত সফরে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ঘোষিত হবে ভারত-ইউকে বাণিজ্যচুক্তি

আরও পড়ুন : Elephant troupe on the banks of river Teesta তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে হাতির দল, রাতে গ্রামে হানা দেওয়ার ভয়ে আতঙ্কিত গ্রামবাসীরা

————
Published by Subhasish Mandal

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular