Thursday, May 9, 2024
Homeলাইফ স্টাইলHomemade Sunscreen Cream; সহজ এবং কার্যকরী ঘরে বানানো সানস্ক্রীন ক্রিম

Homemade Sunscreen Cream; সহজ এবং কার্যকরী ঘরে বানানো সানস্ক্রীন ক্রিম

ইন্ডিয়া নিউজ বাংলা

Homemade Sunscreen Cream

কলকাতা;  গরমে নাজেহাল অবস্থা। রোদে বেরলেই ত্বক যেন পুড়ে যাওয়ার জোগাড়৷ সেই রোদে পোড়া টত্বক থেকে রেহাই পেতে এ সময় যে জিনিসটা সব চেয়ে বেশি জরুরি, তা হল সানস্ক্রিন লোশন৷ এই বিউটি প্রডাক্টটি ছাড়া ঘর থেকে বের হওয়ার কথা চিন্তাই করা যায় না। বিশেষত যাদের দিনের অনেকটা সময় বাইরে থাকতে হয়, তাদের জন্য সানস্ক্রিন একটি অপরিহার্য প্রসাধনীর নাম। বাজারে নানা ব্র্যান্ডের সানস্ক্রিন কিনতে পাওয়া যায়। অনেকেই বাজারের কেমিক্যাল যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে চান না। বিশেষত যাদের স্কিন খুব সেনসিটিভ, তাদের বাজারের সানস্ক্রিন ব্যবহারে সতর্ক থাকতে হয়।

আপনি চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন সানস্ক্রিন লোশন। কেমিক্যালমুক্ত সম্পূর্ণ পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়া এই লোশন আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে থাকবে।

Homemade Sunscreen Cream

নারকেলের সানস্ক্রিন

উপাদান

  • 1/4 কাপ নারকেল তেল
  • 1/4 কাপ শিয়া বাটার
  • 1/8 কাপ তিল তেল বা জোজোবা অয়েল
  • 2 টেবিলচামচ প্রাকৃতিক মোম
  • 1 চাচামচ লাল র‍্যাস্পবেরি সিড অয়েল
  • 1 চাচামচ ক্যারট সিড অয়েল
  • 1 চাচামচ ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল বা অন্য কোনও সুগন্ধের তেল

Homemade Sunscreen Cream

পদ্ধতি
নারকেল তেল, শিয়া বাটার আর মোম একসঙ্গে গলিয়ে নিন। মোমটা গলতে একটু সময় লাগবে। সব গলে গেলে আঁচ থেকে নামিয়ে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করুন। ঠান্ডা হলে মিশ্রণটা ফ্রিজে 15 মিনিট থেকে আধ ঘণ্টা মতো রাখুন। তারপর ফ্রিজ থেকে বের করে হ্যান্ড মিক্সার দিয়ে বা ফুড প্রসেসরে দিয়ে ফেটাতে থাকুন। র‍্যাস্পবেরি সিড অয়েল, ক্যারট সিড অয়েল আর এসেনশিয়াল অয়েলটাও এখনই দিয়ে দিন। খানিকক্ষণ ফেটালে মিশ্রণটা হালকা হয়ে ফুলে উঠবে। আপনার সানস্ক্রিন তৈরি। কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন, ইচ্ছেমতো ব্যবহার করুন।

Homemade Sunscreen Cream

সানস্ক্রিন বার

উপাদান

  • 1/3 কাপ গলানো নারকেল তেল
  • 3 কাপ শিয়া বাটার
  • 1/2 কাপ কুরোনো প্রাকৃতিক মোম
  • 1 চাচামচ কোকো পাউডার
  • এসেনশিয়াল অয়েল
  • ভিটামিন ই তেল

Homemade Sunscreen Cream

পদ্ধতি
মাইক্রোওয়েভে বা ডাবল বয়েলারে নারকেল তেল, প্রাকৃতিক মোম আর শিয়া বাটার গলিয়ে নিন। ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মেশান যতক্ষণ না সম্পূর্ণ মিশে মসৃণ হয়ে যাচ্ছে। এসেনশিয়াল অয়েল বা ভিটামিন ই তেল মেশাতে হলে এখনই মিশিয়ে নিন। ভালোভাবে সব মিশে গেলে ছাঁচে ঢেলে জমতে দিন। ফ্রিজে রাখলে দ্রুত জমবে। তারপর ছাঁচ থেকে বের করে ব্যবহার করুন।

Homemade Sunscreen Cream

সান রিলিফ স্প্রে 

উপাদান

  • 1 কাপ কাঁচা, অপরিশোধিত অ্যাপল সিডার ভিনিগার
  • জল
  • স্প্রে বোতল
  • 5 ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
  • 1 চাচামচ অর্গানিক নারকেল তেল
  • 1 চাচামচ অ্যালোভেরা জেল

Homemade Sunscreen Cream

পদ্ধতি
অ্যাপল সিডার ভিনিগারে জল মিশিয়ে পাতলা করে স্প্রে বোতলে ভরে নিন। রোদ থেকে ঘরে ফিরে মুখে আর হাতে স্প্রে করুন। 5 থেকে 10 মিনিট ভিনিগারটা ত্বকে বসতে দিন। তারপর একটা পাত্রে নারকেল তেল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল আর অ্যালো ভেরা জেল মিশিয়ে হাতে মুখে মেখে নিন। রোদে পোড়া ত্বকে এই মিশ্রণটি মাখলে উপকার পাবেন।

Homemade Sunscreen Cream

আরও পড়ুন; Ashwagandha Benefits; অশ্বগন্ধা গাছের কিছু বিশেষ উপকারিতা

আরও পড়ুন; How To Increase Metabolism; দ্রুত মেটাবলিজম বৃদ্ধির উপায়

আরও পড়ুন; Migraine Treatment; মাইগ্রেনের ব্যথা? জেনে নিন বাঁচার উপায়

Publish By  Abanti Roy

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular