ইন্ডিয়া নিউজ বাংলা
পাঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির দিকেই পাল্লা ভারী বলে জনমত সমীক্ষায় উঠে এসেছে। INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL PUNJAB গ্রাউন্ড রিপোর্টে উঠে এসেছে আম আদমি পার্টি( APP) সরকার গঠন দৌড়ে এগিয়ে রয়েছে।
ভগবন্ত মান সরকার গঠনে এগিয়ে INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL PUNJAB
১১৭ আসনের মধ্যে আম আদমি পার্টির পেতে পারে ৬০-৬৩ টি আসন, এর থেকেই স্পষ্ট হচ্ছে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান সরকার গঠনে এগিয়ে রয়েছেন। ফের একটি রাজ্য কংগ্রেসের হাতছাড়া হতে পারে বলে জনমত সমীক্ষায় উঠে এসেছে। জনমত সমীক্ষায় দেখা গিয়েছে কংগ্রেস ৩৬-৪০ আসনে, শিরোমণি অকালি দল (এসএডি) ১৪-১৭ আসনে এবং বিজেপি মাত্র চারটি আসনে জয়ী হতে পারে। অর্থাৎ শতাংশের হিসেবে দেখা যাচ্ছে আম আদমি পার্টি ৪০-৪১ শতাংশ, কংগ্রেস ৩৫-৩৬ শতাংশ,, শিরোমনি অকালি দল ১৩-১৭ শতাংশ এবং বিজেপির মিলতে পারে ৭-৮ শতাংশ।
সিধু-চান্নি বিবাদ মানে অভ্যন্তরীণ দলাদলির কারণে হেরে যেতে পারে কংগ্রেস: সমীক্ষা INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL PUNJAB
ইন্ডিয়া নিউজ-জন কি বাত নির্বাচনী সমীক্ষায় দেখা যাচ্ছে, কংগ্রেসের অভ্যন্তরীণ কলহের জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে ধাক্কা খেতে চলেছে কংগ্রেস দল। ৭০ শতাংশ ভোটারই জানাচ্ছেন কংগ্রেসের এই অভ্যন্তরীণ কোন্দলের কথা।
গত বিধানসভা নির্বাচনের কংগ্রেস যে কটি আসন কব্জায় রেখেছিল এবার সেগুলির ফলও আশানুরূপ হবে না বলে জনমত সমীক্ষায় উঠে এসেছে। চকৌর সাহেব থেকে ধাপজিত সিংহ চন্নি তাঁর আসনটি ধরে রাখতে মরিয়া।
পাতিয়ালা সিটি থেকে জিততে পারেন ক্যাপ্টেন অমরিন্দর সিং INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL PUNJAB
অমৃতসর পূর্ব থেকে আকালি দলের নেতা বিক্রম মজিঠিয়া এবং নভজিত সিং সিধু আশানুরূপ ফল করবেন এবং জয়ী হবেন বলে নির্বাচনী সমীক্ষায় দেখা যাচ্ছে। পটিয়ালা সিটি থেকে ক্যাপ্টেন অমরিন্দর সিংহ জয় পারেন বলে স্পষ্ট হচ্ছে নির্বাচনী সমীক্ষায়। আকালি দলের প্রধান সুখবীর সিংহ পড়েলও জলালবাদ থেকে জিততে পারেন বলে উঠে এসেছে নির্বাচনী জনমত সমীক্ষায়। মোগা থেকে সোনু সুদের বোন মালবিকাও বিজয়ী হবেন বলে মনে করা হচ্ছে জনমত সমীক্ষার ভিত্তিতে।
পছন্দের মুখ্যমন্ত্রী প্রার্থী INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL PUNJAB
পোলস্ট্রেট-নিউজএক্সের নির্বাচন পূর্ববর্তী সমীক্ষায় দেখা যাচ্ছে উত্তর পাঞ্জাবের মোট ৩৮.৯২ শতাংশ ভোটার মুখ্যমন্ত্রী হিসেবে ভগবন্ত মানের কথাই বলছেন। কংগ্রেসের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিকে ২০.৭৮ শতাংশ মানুষ পাঞ্জাব উত্তর থেকে রাজনৈতিক সমর্থন করেছেন। যদিও সুখবীর বাদলকেও ২০.৩৪ শতাংশ ভোটার পাঞ্জাব উত্তর থেকে সমর্থন করেছেন যা নির্বাচনের সমীক্ষায় দেখা যাচ্ছে।
প্রধান ইস্যু INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL PUNJAB
পাঞ্জাবের নির্বাচনে ৩২.০৫ শতাংশ ভোটার জানিয়েছেন এখনো পর্যন্ত বেকারত্বের সমস্যা রয়েই গিয়েছে পাঞ্জাবে।
কৃষিক্ষেত্রে সন্তোষজনক উন্নয়ন হয়নি মনে করছেন প্রায় ১৯.৮ শতাংশ ভোটার। ১৩.৯ শতাংশ ভোটার মনে করছেন ধর্মীয় আগ্রাসন আসন্ন বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও প্রভাব ফেলবে।
মানুষের উদ্বেগ INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL PUNJAB
১০.৪ শতাংশ মানুষ মনে করছেন কৃষি বিরোধী আইনের প্রভাব পড়বে আসন্ন বিধানসভা নির্বাচনে। যা খুবই উদ্বেগের বিষয়। ২২.২ শতাংশ মানুষ জানিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে যে রাজনৈতিক দলগুলি তাদের দুর্নীতি এবং গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট প্রভাব ফেলবে পাঞ্জাবের নির্বাচনে।
১৬.৩৬ শতাংশ ভোটার কর্মসংস্থান সহ মানুষের নানাবিধ অভাব-অভিযোগের কথা জানিয়েছেন নির্বাচন পূর্ববর্তী সমীক্ষায়। বেশ কয়েকদিন আগেই পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় গণপিটুনিতে মৃত্যু হয়েছে। যে ঘটনা বারবার ভোটারদের মনে আসবে বলে মনে করছেন
পাঞ্জাব নির্বাচনে AAP-এর প্রভাব INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL PUNJAB
৬.০৭ শতাংশ ভোটার। ৪১.০৫ শতাংশ মানুষ ক্রীড়াপ্রেমী। তাঁরা যদিও মনে করেন নভোজিৎ সিং সিধুর নির্বাচনের সফলতা পাওয়া বিশেষ সহজ হবে না। কারণ এবার আম আদমি পার্টি পাঞ্জাব নির্বাচনে ‘ফ্যাক্টর’।২৭.৫৪ শতাংশ ভোটার মনে করেন পাঞ্জাবে বর্তমানের প্রধান রাজনৈতিক দলগুলো ছাড়া অন্য কোন সহযোগী বা গোজ প্রার্থী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘন INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL PUNJAB
আসন্ন বিধানসভা নির্বাচনে বিশেষ প্রভাব ফেলতে পারবেন না ৪৫.৬৮ শতাংশ মানুষ মনে করেন সম্প্রতি ঘটে যাওয়া, নরেন্দ্র মোদির নিরাপত্তা বিভ্রাটের জন্য কিছুটা হলেও আসন্ন বিধানসভা নির্বাচনে প্রভাব পড়বে। যদিও ৩৬.৯৬ শতাংশ পাঞ্জাববাসি মনে করেন সেদিনের নিরাপত্তা ত্রুটির জন্য দায়ী প্রশাসনের ত্রুটি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সেন্টিমেন্টাল ভোট বাড়তে পারে বলে মনে করছেন ৭.৮৮ শতাংশ ভোটার।
আর ও পড়ুন Polstrat-NewsX Pre-Poll Survey 2: চার রাজ্যে কে এগিয়ে থাকবে? প্রধান সমস্যা কি?