Friday, November 8, 2024
HomeNationalBudget Session 2022, আজ থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন, মঙ্গলবার পেশ হবে...

Budget Session 2022, আজ থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন, মঙ্গলবার পেশ হবে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট

ভীর সিং, নতুন দিল্লি,ইন্ডিয়া নিউজ বাংলা, Budget Session 2022 : আজ থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় বাজেট অধিবেশন। সকাল ১১টা নাগাদ সংসদের উভয়কক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্য দিয়ে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। করোনা পরিস্থিতি এই নিয়ে দ্বিতীয়বার বাজেট পেশ করতে চলেছে মোদি সরকার।গত এক বছরের তুলনায় কিছুটা হলেও দেশের অর্থনীতি ছন্দে ফিরেছে। কিন্তু এখনও পুরোপুরি ধাক্বা সামলে উঠতে পারেনি দেশ। এই পরিস্থিতিতে এবারের  বাজেটে নতুন কী ঘোষণা করতে চলেছে কেন্দ্র সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

দুই দফায় হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন, Budget Session 2022

সূত্রের খবর, এবার দুই দফায় হতে চলেছে সংসদের  বাজেট অধিবেশন। প্রথম পর্বের অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। এবং চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হবে  ১৪ মার্চ থেকে। এবং চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

যৌথ অধিবেশনে ভাষণ রাষ্ট্রপতির, Budget Session 2022

১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রেল বাজেটও পেশ করবেন তিনি। বাজেট পেশ করার আগে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। করোনা সংক্রমণের কারণে এবারও হালওয়া সেরিমনিও হয়নি সংসদে। গতবারও এই অনুষ্ঠান বাতিল করেছিল মোদী সরকার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোভিড বিধি মেনেই বাজেট অধিবেশন হবে বলে জানিয়েছে কেন্দ্র।। যদিও সংসদের ৪০০ থেকে ৫০০ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে কীভাবে অধিবেশন চালানো হবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন ।

১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট , Budget Session 2022

বাজেট অধিবেশনে করোনা টিকাকরণ, কর্মসংস্থান, পেগাসাস স্পাইওয়ারের মতো বিষয় নিয়ে সংসদের উভয় কক্ষ উত্তাল হতে পারে। বিশেষত পেগাসাস নিয়ে সরকারের উপর চাপ বাড়াতে মরিয়া বিরোধী দলগুলি। দিন কয়েক আগেই মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনকে হাতিয়ার করছে বিরোধী দলের নেতারা। তার জেরে শীতকালীন অধিবেশনের মতোই বাজেট অধিবেশন পণ্ড হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিভিন্ন দাবিতে অধিবেশন পণ্ড হওয়ার আশঙ্কা, Budget Session 2022

সামনেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। ৫ রাজ্যের ভোটের কথা মাথায় রেখে মোদি সরকার কতটা জনমোহনী বাজেট পেশ করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরোও পড়ুন : ৯৯ জন অপরাধীকে টিকিট দিয়েছে বিজেপি,যোগী রাজ্যে বললেন অখিলেশ

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular