ইন্ডিয়া নিউজ বাংলা
Madan Mitra at SSKM
গলায় স্বরযন্ত্রের সমস্যা নিয়ে রাতে এস এস কে এম হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি পরিস্কার কথা বলতে পারছেন না। গলা থেকে তার কাকের মতো শব্দ হচ্ছে। মদন মিত্রের ভোকাল কডে টিউমার হয়েছে বলে তিনি কথা পরিস্কার বলতে পারছেন না বলে জানা গেছে। বুধবার তার টিউমার অপারেশন করা হবে বলে জানা যাচ্ছে। মদনের চিকিত্সার জন্য ৬ সদস্যের মেডিকেল টিম গড়া হয়েছে। মদন মিত্রের মেডিক্যাল বোর্ডে রয়েছেন নাক-কান-গলা বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত ও ডি ঘোষ। চেস্ট মেডিসিনের সোমনাথ কুণ্ডু, অ্যানাস্থেসিওলজির এ লাহা, মেডিসিনের সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির সরোজ মণ্ডল, এন্ডোক্রিনোলজির শুভঙ্কর চৌধুরী এবং অ্যানাস্থেসিওলজির দেবব্রত দাস। বুধবার এই আট চিকিৎসকের বোর্ডের বৈঠক রয়েছে বলে সূত্রের খবর। সম্ভবত বৃহস্পতিবারই মদন মিত্রের গলায় অস্ত্রোপচার করা হবে।
তিনি পরিস্কার কথা বলতে পারছেন না। গলা থেকে তার কাকের মতো শব্দ হচ্ছে। মদন মিত্রের ভোকাল কডে টিউমার হয়েছে বলে তিনি কথা পরিস্কার বলতে পারছেন না বলে জানা গেছে। বুধবার তার টিউমার অপারেশন করা হবে বলে জানা যাচ্ছে। মদনের চিকিত্সার জন্য ৬ সদস্যের মেডিকেল টিম গড়া হয়েছে। মদন মিত্রের মেডিক্যাল বোর্ডে রয়েছেন নাক-কান-গলা বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত ও ডি ঘোষ। চেস্ট মেডিসিনের সোমনাথ কুণ্ডু, অ্যানাস্থেসিওলজির এ লাহা, মেডিসিনের সৌমিত্র ঘোষ, কার্ডিওলজির সরোজ মণ্ডল, এন্ডোক্রিনোলজির শুভঙ্কর চৌধুরী এবং অ্যানাস্থেসিওলজির দেবব্রত দাস। বুধবার এই আট চিকিৎসকের বোর্ডের বৈঠক রয়েছে বলে সূত্রের খবর। সম্ভবত বৃহস্পতিবারই মদন মিত্রের গলায় অস্ত্রোপচার করা হবে।
আর ও পড়ুন Female Priest মহিলা পুরোহিতদের দিয়ে বিয়েতে অভিনবত্ব বহরমপুরে