Monday, May 20, 2024
HomePoliceInternational Women's Day নারী সুরক্ষায় আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির বাঘিনী

International Women’s Day নারী সুরক্ষায় আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির বাঘিনী

 

প্রসেনজিৎ রাহা, ইন্ডিয়া নিউজ বাংলা,শিলিগুড়ি: International Women’s Day  মহিলাদের সুরক্ষার কথা সবসময় মাথায় রেখেছে শিলিগুড়ির পুলিশ। তাই মহিলারা কোনওরকম সমস্যার সম্মুখীন হলে তারা যেন নিজেই নিজেদের সুরক্ষা করতে পারে সেই কারণে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিগত বছরের ডিসেম্বর মাসে মহিলাদের আত্ম রক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য এক প্রকল্পের সূচনা করা হয়, যার নাম দেওয়া হয় “বাঘিনী ১”। যেখানে শিলিগুড়ির বিভিন্ন সংস্থা থেকে মোট ১০০ জন মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ ও মহিলাদের সুরক্ষার জন্য কি কি আইন রয়েছে সে সমস্ত বিষয়ে তাদের সচেতন করা হয়।

International Women’s Day নারী সুরক্ষায় আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির বাঘিনী

মঙ্গলবার ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে আবারো সূচনা করা হয় “বাঘিনী ২” এর।   শিলিগুড়ির বিভিন্ন সংস্থা, বিদ্যালয় মিলিয়ে মোট ৫০টি জায়গা থেকে ১৬বছরের ঊর্ধ্বে ১০০জন মহিলাদের ৪দিনের এই প্রকল্পে আত্ম সুরক্ষা ও মহিলাদের সুরক্ষার জন্য কি কি আইন রয়েছে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।

Published by Samyajit Ghosh

 

RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular