ইন্ডিয়া নিউজ বাংলা
Paneer Chilli Recipe
নিরামিষ পদের মধ্যে পনিরের যেকোনও আইটেমই খুব জনপ্রিয়। ছোট থেকে বড় সকলেরই পছন্দের খাদ্য এটি। পনির বাটার মশালা, পালং পনিরের মতোই আরেকটি জনপ্রিয় আইটেম হল চিলি পনির। পদটি তৈরি করতে বেশি সময়ও লাগে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক, এই সুস্বাদু খাবারটি বাড়িতে কীভাবে বানাবেন।
চিলি পনির তৈরির উপকরণ- Paneer Chilli Recipe
• পনির চৌকো করে পিশ করা দুকাপ
• নুন স্বাদ মত
• চিনি স্বাদমতো
• ক্যাপসিকাম চৌকো করে কাটা ২ টেবিল চামচ
• পেঁয়াজ চৌকো করে কাটা ১টি
• আদা কুচি ১ চা চামচ
• রসুন কুচি ১ চা চামচ
• কাঁচা লঙ্কা পিস করা ২ চা চামচ
• সয়া সস ২ চা-চামচ
• ভিনিগার ১ চা চামচ
• টমেটো সস ২ টেবিল চামচ
• চিলি সস ১ টেবিল চামচ
• ডিম একটি
• লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
• কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ
• তেল ২ টেবিল চামচ
চিলি পনির তৈরির পদ্ধতি Paneer Chilli Recipe
১) একটি বাটিতে ডিম ও কর্নফ্লাওয়ার ভালভাবে মিশ্রিত করুন। এবার এই মিশ্রণের মধ্যে পনিরগুলো ঢেলে ভাল করে মেশান। তাতে কাশ্মীরি লঙ্কাগুঁড়ো পেস্ট ও নুন দিয়ে মেশান।
২) অন্য একটি পাত্রে জল, দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রাখুন।
৩) এবার গ্যাসে প্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম করুন। এতে পনির দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। তারপর কড়াইতে রসুন কুচি দিয়ে নাড়ুন। এরপর তাতে আদা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন।
৪) এবার এতে কিউব করে কাটা পিঁয়াজ দিয়ে ভালভাবে মেশান। ক্যাপ্সিকামও দিয়ে একটু ভেজে নিন। তাতে স্বাদমতো নুন দিয়ে মিশ্রিত করুন।
৫) এরপর তাতে সয়া সস, গ্রিন চিলি সস, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো পেস্ট, ভিনিগার, টমেটো সস দিয়ে ভালভাবে মেশান।
৬) কিছুক্ষণ পর জল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে মিশিয়ে নিন। নাড়তে থাকুন, যাতে কড়াইতে লেগে না যায়। বেশ কিছুক্ষণ রান্না করুন।
৭) এবার এতে পনিরগুলো দিয়ে দিন। মেশান ভাল করে। ব্যস তৈরি আপনার চিলি পনির।
Paneer Chilli Recipe
আর ও পড়ুন Benefits Of Neem : তেতো নিম অনেক ঔষধি গুণে ভরপুর, জেনে নিন নিমের আশ্চর্য গুণাগুণ
Publish by Abanti