ছবির শ্যুটিংয়ের সময় ভালো অভিজ্ঞতার পাশাপাশি ভয়াবহ অভিজ্ঞতাও হয় অভিনেতাদের। আর তা কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে সেই কথাই জানালেন বিবেক ওবেরয়।
সম্প্রতি তিনি (Vivek Oberoi) তাঁর ‘যুবা’ ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, মণি রত্নমের এই ছবির শ্যুটিং চলাকালীন মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছিলেন বিবেক। তাঁর হাড় ভেঙে ত্বকের বাইরে বেরিয়ে এসেছিল। সারা শরীর রক্তে ভেসে গিয়েছিল। তাঁকে হাসপাতালে নিয়ে এসেছিলেন অভিষেক বচ্চন এবং অজয় দেবগণ।
এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি (Vivek Oberoi) জানান, একটা সুন্দর সন্ধ্যা কীভাবে ভয়ঙ্কর সন্ধ্যায় পরিণত হয়েছিল। তিনি আরও বলেন, তাঁর দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন মণি রত্নম, তিনিও হৃদরোগে আক্রান্ত হন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় অভিষেক এবং অজয় তাঁকে সাহস জোগাতেন বলে জানান বিবেক।
সেই দুর্ঘটনা থেকে সেরে উঠতে প্রায় চার মাস সময় লেগেছিল বিবেকের। তারপর ফের শ্যুটিং শুরু করেছিলেন। ‘অনজানা-অনজানি’ এবং ‘ফানা’ গানগুলি শ্যুট করেছিলেন। বিবেক বলেন, ‘কখনও কখনও ভেবে অবাক হই যে কী করে শ্যুটিং করতে পেরেছিলাম।’ উল্লেখ্য, ২০২৪-এর ২১ মে ২০ বছর সম্পূর্ণ হল ‘যুবা’ ছবির।