Saturday, December 7, 2024
HomeBreakingAbhishek-এর আপকামিং ছবিকে সাপোর্ট করেননি Aishwarya? নতুন করে গুঞ্জন!

Abhishek-এর আপকামিং ছবিকে সাপোর্ট করেননি Aishwarya? নতুন করে গুঞ্জন!

অভিষেকের (Abhishek) আপকামিং ছবিকে সাপোর্ট করেননি ঐশ্বর্যা রাই বচ্চন। বি-টাউনে এখন এই খবরই ঘোরাফেরা করছে। আর এই খবর আরও বেশি করে সংবাদ মাধ্যমে জায়গা করে নেওয়ার পিছনে রয়েছে অভি-অ্যাশের বিবাহ-বিচ্ছেদের সম্ভাবনা সংক্রান্ত গুজবের কারণে!

গুঞ্জনের পালে হাওয়া

বিগত কয়েক মাস ধরেই অভি-অ্যাশ সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে, লোকমুখে বহু কাটা-ছেঁড়া হয়েছে। যদিও এই বিষয়ে এই হাইপ্রোফাইল দুই তারকা কেউই কোনও মন্তব্য না করায়, জল্পনা জল্পনার স্তরেই রয়েছে।

সম্প্রতি অভিষেক (Abhishek) তাঁর নতুন ছবি- আই ওয়ান্ট টু টক-এর পোস্টার প্রকাশ্যে আনেন, যেখানে দেখা যায়, অভিষেক একটি বাথরোব পরে রয়েছেন এবং তিনি আহত। তবে ইনস্টাগ্রামে অভিষেক এই পোস্টার শেয়ার করলেও সেখানে ঐশ্বর্যাকে কোনওরকম মন্তব্য বা ছবির সমর্থনে কিছু লিখতে দেখা যায়নি। এমনকি এই ছবির পোস্টারও শেয়র করেননি তিনি। আর এতেই জল্পনার পালে ফের হাওয়া লেগেছে। সেখানে অভিষেকের বোন শ্বেতাকে ইমোটিকন শেয়র করতে দেখা গিয়েছে, আর বাবা অমিতাভ কমেন্ট করেছেন। আর অভিষেকের এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের কমন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই সেখানে অভি-অ্যাশের সম্পর্ক নিয়ে নানান মত প্রকাশ করেছেন।

আরও পড়ুন: Salman Khan: ‘হয় মন্দিরে ক্ষমা চাইতে হবে নাহলে দিতে হবে ৫কোটি’, ফের হুমকি সলমনকে!

এ প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি Ponniyin Selvan ছবির জন্য ঐশ্বর্যা পুরস্কার পান, সেই নিয়ে অভিষেকের থেকেও কোনওরকম শুভেচ্ছা বার্তা দেখতে পাননি নেটিজেনরা। সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড সেরেমনিতে নজর কেড়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন৷ দুবাইয়ে আয়োজিত অনুষ্ঠানে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে রেডকার্পেটে ফ্রেমবন্দি হয়েছিলেন অ্যাশ। অনুপস্থিত ছিলেন অভিষেক। সেই আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানের সময় থেকেই অভিষেককে ছাড়াই অ্যাশ-আরাধ্যাকে দেখা যাওয়ায় গুজব-জল্পনা যে আরও ডানা মেলছে তা বলাই বাহুল্য।

এদিকে, অভিষেকের (Abhishek)- ‘আই ওয়ান্ট টু টক’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২২ নভেম্বর। ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার। এই ছবি ছাড়া অভিষেকের ঝুলিতে রয়েছে হাউসফুল ফাইভ এবং বি হ্যাপি ছবি দু’টিও।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular