Saturday, December 7, 2024
HomeBreakingMithun Chakraborty : সলমন, শাহরুখের পর নিশানায় মিঠুন!, পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি!

Mithun Chakraborty : সলমন, শাহরুখের পর নিশানায় মিঠুন!, পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি!

সলমন-শাহরুখের পর এবার মিঠুন চক্রবর্তী। প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা (Mithun Chakraborty) সদ্যই হুমকি পেয়েছেন বলে জানা গিয়েছে। পাকিস্তান থেকে শাহাজাদ ভাট্টি নামের এক গ্যাংস্টারের তরফে ভিডিওবার্তায় তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

কী অভিযোগ?

অভিযোগ উঠেছে যে, পাকিস্তান থেকে শাহাজাদ ভাট্টি নামের এক গ্যাংস্টার ভিডিওবার্তায় মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, সম্প্রতি মিঠুনের মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে, তারই বদলা নিতে এই প্রাণনাশের হুমকি। অভিনেতাকে ক্ষমা চাইতে বলা হয়েছে এবং সেই সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। আগামী ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে মিঠুনকে, তা না হলে তাঁর প্রাণনাশের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বিজেপির এক জনসভায় অমিত শাহের উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন (Mithun Chakraborty)। মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ূন কবিরের এক মন্তব্য তুলে ধরে মিঠুন পাল্টা দেন। শুধু তাই নয় জবাবে তিনি ‘পুঁতে দেব’ বলে হুঁশিয়ারিও দেন। এদিন মিঠুনের সেই মন্তব্য তুলে ধরেই ভিডিও বার্তায় হুমকি দিতে দেখা যায় পাক গ্যাংস্টারকে।

আরও পড়ুন: Abhishek-এর আপকামিং ছবিকে সাপোর্ট করেননি Aishwarya? নতুন করে গুঞ্জন!

এই শাহাজাদ ভাট্টি পাকিস্তানের গ্যাংস্টার হলেও সে গুজরাটের সবরমতী জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। পাকিস্তানের অপরাধ জগতের শীর্ষ পান্ডা ফারুক খোখারের নাকি ডানহাত সে। সেই ভাট্টির নিশানাতেই এবার বর্ষীয়ান অভিনেতা মিঠুন (Mithun Chakraborty)।

প্রসঙ্গত, অনলাইনে প্রকাশিত দুটি পৃথক ভিডিওতে শাহাজাদ ভাট্টি এই হুমকি দেয়। প্রথম ভিডিওতে দেখা গিয়েছে, ভাট্টি সরাসরি অভিনেতাকে (Mithun Chakraborty) হুমকি দিচ্ছে এবং তাঁকে ক্ষমা চাওয়া জন্য ১০-১৫ দিন সময় বেঁধে দিচ্ছে। দ্বিতীয় ভিডিওতে মিঠুনের ওই ভাষণের অংশের ক্লিপ তুলে ধরে নেপথ্য বক্তব্যে ভাট্টি ক্ষমা না চাইলে কী হবে তা হুমকির সুরে বলছে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular