বুধবার হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান (Shahrukh Khan)। ভর্তি হন আমেদাবাদের একটি হাসপাতালে। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ঘনিষ্ঠরা, চিন্তায় পড়ে যান অনুরাগীরাও। হাসপাতালের বাইরে ভিড় জমাতে থাকেন ভক্তেরা। তবে জানা গিয়েছে, এখন অনেকটাই ভালো আছেন ‘বাদশাহ’। আর এই খবর দিয়েছেন কিং খানের দীর্ঘদিনের বন্ধু, সহ-অভিনেতা জুহি চাওলা।
কী হয়েছিল শাহরুখের?
জানা যায়, SRH-কে ধূলিস্যাৎ করে ফাইনালে KKR পৌঁছে যাওয়ায় খুবই এক্সাইটেড ছিলেন শাহরুখ। প্লে-অফ ম্যাচের পরে তিনি (Shahrukh Khan) তাঁর টিমের জয় উদযাপনও করেন। এরপর কেকেআর টিমের সঙ্গেই আমেদাবাদের একটি হোটেলে পৌঁছন তিনি। এরপরের দিন, অর্থাৎ বুধবার, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ-পত্নী গৌরী খান, জুহি চাওলা এবং জয় মেহতা।
এক সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জুহি জানান, ‘শাহরুখ রাতে সুস্থ বোধ করছিলেন না, তবে এখন তিনি অনেকটাই ভালো আছেন।’ জুহি শাহরুখের ভক্তদের উদ্দেশে এও জানান যে, ‘বলিউড বাদশাহ’ আগামী ২৬মে রবিবার চেন্নাইয়ে ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন।
এর পাশাপাশি শাহরুখের ছবির দিকে নজর রাখলে জানা যায়, শাহরুখ তাঁর পরবর্তী ছবি ‘King’ (ছবির সম্ভাব্য নাম) নিয়ে ব্যস্ত। এই ছবিতে সুহানা খান থাকতে পারেন, তবে এ সম্পর্কে কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।