Mukti movie review ‘মুক্তি’র অপেক্ষায়
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : ১৯৩১ সাল। ব্রিটিশরা দাপিয়ে বেড়াচ্ছে ভারতবর্ষে। ভারতীয়দের উপর চলছে ইংরেজদের অকথ্য অত্যাচার। অন্যদিকে ভারতীয়দের জেদ, লড়াই এবং ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। স্বাধীনতা যুুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের লড়াইকে পর্দায় ফুুটিয়ে তুলেছেন পরিচালক রোহন ঘোষ। স্বাধীনতা যুদ্ধে ভারতীয়দের ঘুরে দাঁড়ানোর গল্প বলবে ‘মুক্তি’।
Mukti moive review স্বাধীনতা পূর্ব ভারতের গল্প বলবে ‘ মুক্তি’
দেশপ্রেম সঙ্গে অ্যাকশন, রোমাঞ্চ, সহানুভূতি, রাগ, জয়ের আনন্দে ভরপুর ছবি ‘মুক্তি’। ইতিমধ্যে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের ট্রেলার। ‘ফ্যাটফিশ এন্টারটেনমেন্ট’-এর প্রযোজনায় দেশপ্রেমিক, ক্রীড়া সংক্রান্ত কল্পকাহিনি নিয়ে স্বাধীনতা পূর্ব ভারতকে তুলে ধরা হয়েছে এই সিরিজে।
রামকিঙ্কর, দিবাকর, রেহমত, মিনু, প্রভা এবং আলফ্রেড পেটির বর্বরতার সংঘাত দেখতে পাবেন দর্শকরা
আরও পড়ুন : ‘পুতুল নাচের ইতিকথা’য় জয়া
ওয়েব সিরিজে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী ঘোষ, সুদীপ সরকারের মত শিল্পীরা। এই ওয়েব সিরিজে দর্শকরা দেখতে পাবেন রামকিঙ্কর, দিবাকর, রেহমত, মিনু, প্রভা এবং আলফ্রেড পেটির বর্বরতার সংঘাত। তৎকালীন সময়ের সমাজ, মানুষের ভাবনা বা তার বদল সমস্ত জিনিসকে খুব সাফল্যের সঙ্গে তুলে ধরবে ‘মুক্তি’।