মায়ের বুকের দুধ নেই। শিশুকে স্তন্যপান করাচ্ছেন অন্য কোন মা। এ ঘটনা নতুন কিছু নয়। কিন্তু সারমেয়ের নিয়মিত স্তন্যপান করছে ছাগলের বাচ্চা এই ঘটনা কেউ চাক্ষুস করেছে কিনা জানা নেই। ব্যতিক্রমী এই ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের খাঁড়জুলি গ্রামের বাসিন্দারা। আর এই অসম্ভব সম্ভব হয়েছে সাত বছরের খুদে তাহসিনের উদ্যোগে।
পথকুকুর টাইগারের দুধ খেয়ে ছাগলছানাটি বড় হয়ে উঠছে (The Dog is breastfeeding goat kids)
ভাতারের খাঁড়জুলি গ্রামের শেখ আপেল মহম্মদের সাত বছরের তহসিন পথ কুকুরদের খুব পছন্দ করে। তাদের বাড়ির সামনে এলেই ঘর থেকে খাবার বার করে দেয় কুকুরদের। অনেক কুকুরের মধে একটি কুকুর তহসিনের খুব প্রিয়। এই কুকুরকে তাহসিন টাইগার নামে ডাকে। তাহসিনের চারপাশেই ঘোরাঘুরি করে সারমেয়টিও।তহসিনের বাড়ির পাশেই ফিরোজ কাকুর বাড়িতে দিন সাতেক আগে একটি ছাগল বাচ্চা প্রসব করে। বাচ্চা হওয়ার পর ছাগলটির স্তনে দুধ আসেনি। ছাগল বাচ্চাটি কাছে গেলেই মেরে তাড়িয়ে দেয় তার মা। রোজকার মতো টাইগার তাহসিনের বাড়িতে সকালে হাজির হয়। তহসিন টাইগারকে খাবার খাওয়াতে গিয়ে দেখে ছাগবাচ্চাটি রাস্তার পাশে চিৎকার করছে। তাহসিন ছাগবাচ্চাকে কোলে নিয়ে সারমেয়ের কাছে নিয়ে গিয়ে সারমেয়ের দুধ খাওয়ানোর চেষ্ঠা করে । সারমেয়ের দুধ খেতে শুরু করে ছাগলবাচ্চা। সারমেয়ও কোন বাধা দেয়নি। এইভাবে গত কয়েকদিন ধরে তহসিন ফিরোজের ছাগবাচ্চাকে সারমেয় টাইগারের দুধ খাওয়াচ্ছে। যথারীতি পথকুকুর টাইগারের দুধ খেয়ে ছাগলছানাটি বড় হয়ে উঠছে।
এ বিষয়ে ভাতার প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ঊষা দে র সঙ্গে যোগাযোগ করা হলে ফোনে তিনি জানান এটা একটা ব্যতিক্রমী ঘটনা। সচরাচর দেখা যায় না। খোঁজ নিয়ে দেখবো।