অনিশা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ আলিপুরদুয়ার ফ্লাইওভারের নীচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে একজনের মৃত্যু হল। কী কারণে হঠাৎ আগুন লেগেছে তা নিয়ে জল্পনা বেঁধেছে সাধারণ মানুষের মধ্যে। অসম গেট এলাকায় ফ্লাইওভার নীচে বড়ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্নের মুখে জেলা প্রশাসনও। আলিপুরদুয়ার দমকল থেকে একটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পরিদর্শনে যান আলিপুরদুয়ার পৌর প্রশাসক প্রসেনজিৎ কর এবং প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীও।
আলিপুরদুয়ার ফ্লাইওভারের নীচে অগ্নিকাণ্ড Terrible fire under Alipurduar flyover
আরও পড়ুন : Price of Petrol and Diesel is decreasing নতুন বছর থেকে ২৫ টাকা কম!
বেশ কিছুদিন যাবৎ ধরে আলিপুরদুয়ারের এই ফ্লাইওভারের নীচে অবৈধ ভাবে বেশ কয়েকটি দোকান গজিয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ দোকান ভাঙার ব্যাপারে কোনও ভূমিকাই দেখা যায়নি পুরসভার তরফ থেকে। এ ব্যাপারে পৌর প্রশাসক প্রসেনজিৎ করকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘করোনা মহামারীর জন্য ট্রান্সপোর্টের পিছনের বাজারটা এখানে এসে বসছে। দিনের বেলায় বাজার বসার পর এলাকা ফাঁকা হয়ে যেত। তবে অবৈধভাবে দোকান গজিয়ে ওঠার খবর আমাদের কাছে ছিল না। আমরা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেব। অবৈধ দোকান ভেঙে ফেলা হবে।’ প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, ‘ঘটনার তদন্ত হওয়া উচিত।’
—————-
Published by Subhasish Mandal