England crumble on 68, Boland’s spell gifts Ashes to Australia ৬৮ রানেই শেষ ইংল্যান্ড, ইনিংসে জিতে অ্যাশেজ অস্ট্রেলিয়ার
সাম্যজিৎ ঘোষ, ইন্ডিয়া নিউজ বাংলাঃ স্কট বোল্যান্ডের আগুন ঝরানো বোলিং-এর সামনে অসহায় আত্মসমর্পণ করল ইংল্যান্ড। মেলবোর্নে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই মাত্র ৬৮ রানে গুটিয়ে গেল রুটবাহিনী।
ইনিংস ও ১৪ রানে ম্যাচ জিতে ঐতিহাসিক অ্যাসেজ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছেন প্যাট কামিন্সরা।
শোচনীয় পরাজয়ে অ্যাশেজের ইতিহাসে একগুচ্ছ লজ্জাজনক রেকর্ড গড়ল টিম ইংল্যান্ড। ৩৫ বছরের ইতিহাসে ২৬৭-এর থেকে কম রান করে কোনো দল ইনিংসের ব্যবধানে টেস্ট জেতেনি। এই অস্ট্রেলিয়া দলই গড়ল সেই নজির। পাশাপাশি ১১৭ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর ৬৮।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ১৮৫ রানেই বেঁধে ফেলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৭ রানে অল আউট হয়ে যান কামিন্সরা। অজিরা প্রথম ইনিংসে ইংল্যান্ডের সামনে ৮২ রানে এগিয়ে থাকে। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শুরুতেই বড় ধাক্কা খায় ব্রিটিশ শিবির। দ্বিতীয় দিনের শেষে ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যান জো রুটরা।
তৃতীয় দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার হয়ে অবিশ্বাস্য স্পেলে ইংল্যান্ডের প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙে দেন স্কট বোল্যান্ড। অভিষেক ম্যাচে এই অজি বোলার নেন ৬ টি উইকেট। ইংল্যান্ডের হয়ে জো রুট(২৮)ও বেন স্টোকস(১১)ছাড়া কোনও ক্রিকেটার দুই অঙ্কের স্কোরই সংগ্রহ করতে পারেননি। ইংল্যান্ডের চার ক্রিকেটার ডেভিড মালান, জ্যাক লিচ, মার্ক উড এবং অলি রবিনসন খাতাই খুলতে পারেননি। ম্যাচের নায়ক বোল্যান্ডের ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ৩ টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। একটি উইকেট নিয়েছেন ক্রিস গ্রিন।