Saturday, November 23, 2024
HomeদেশBipin Rawat Army Helicopter Crash Update প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত

Bipin Rawat Army Helicopter Crash Update প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত

Bipin Rawat Army Helicopter Crash Update প্রয়াত সর্বোচ্চ সেনাকর্তা  বিপিন রাওয়াত

Army Chopper Crash : সেনা চপার দুর্ঘটনায় মৃত্যু হল ১৪ জনের। শেষরক্ষা হল না সর্বোচ্চ সেনাকর্তা বিপিন রাওয়াতের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তাঁকে আনা হয়। কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ হয়। তাঁর শরীরেরে ৯০ শতাংশ পুড়ে যায়। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীরও। যে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটি হল Mi-17V-5 হেলিকপ্টার আর্মিচোপার। হেলিকপ্টারটিতে সিডিএস বিপিন রাওয়াত, তার কর্মচারী এবং পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। খবরে বলা হয়েছে, এ পর্যন্ত ১৪ টি মৃত্যু হয়েছে।

Mi 17 Helicopter Capabilities And Advanced Features ভিভিআইপি থেকে আর্মি পর্যন্ত Mi-17V-5 ব্যবহার করে.

indian army helicopter accident: দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো হেলিকপ্টারটি ছাই হয়ে যায়। খারাপ আবহাওয়াই দুর্ঘটনার কারণ বলে জানা গেছে।তামিলনাড়ুর কোয়েম্বাটুর ও সুলুরের মধ্যে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। সিডিএস বিপিন রাওয়াত, তার কর্মীরা এবং পরিবারের কিছু সদস্য এমআই-সিরিজ হেলিকপ্টারে ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান। এরপর রাজনাথ সিং বিপিন রাওয়াতের বাড়ির উদ্দেশয রওনা দেন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular