অবশেষে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। সেই বৈঠকের পরই সাংবাদিক বৈঠক করেন মমতা।
বৈঠক শেষে কী বললেন মমতা?
জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে বদলি করা হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের অধিকাংশ দাবি মেনে নিয়ে তাঁদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদনও করেন তিনি।
আরও পড়ুন: RG Kar News: ‘আমার খুব খারাপ লেগেছে’, মমতার কথায় কষ্ট পেলেন তিলোত্তমার মা
মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে প্রধান দাবিগুলি মেনে নেওয়ার ঘোষণা করতেই উচ্ছ্বাস দেখা যায় জুনিয়র ডাক্তারদের মধ্যে। কিন্তু তাঁরা এটাও স্পষ্ট করে দেন যে, আলোচনাতে যে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ আন্দোলন এবং কর্মবিরতি চালিয়ে যাবেন তাঁরা।
এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর-মামলার শুনানি শুরু হয়। সিবিআই আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে বলে জানা গিয়েছে।