Sunday, October 6, 2024
HomeBreakingAtishi Marlena Singh: সরছেন কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে এবার আতিশী

Atishi Marlena Singh: সরছেন কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে এবার আতিশী

জামিন পাওয়ার দু’দিন পরেই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু ওই কুর্সিতে কে বসবে তা স্পষ্ট ছিল না। একাধিক নামকে কেন্দ্র করে চলছিল জল্পনা। শেষ পর্যন্ত জানা গিয়েছে কেজরিওয়ালের জায়গায় ওই চেয়ারে বসতে চলেছেন আতিশী মারলেনা সিং।

কী জানা গিয়েছে?

পরিষদীয় বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল নতুন মুখ্যমন্ত্রী হিসাবে আতিশীর নাম ঘোষণা করেন। মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন কেজরিওয়াল। সূত্রের খবর, তিনিই দিল্লির মুখ্যমন্ত্রী পদে আতিশীর নাম প্রস্তাব করেন।

আরও পড়ুন: Arvind Kejriwal: ‘মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব’, বড় ঘোষণা কেজরিওয়ালের

সোমবার আপ নেতাদের সঙ্গে বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। মণীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে আলাদা করে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে আতিশী এবং কৈলাশ গেহলটের নাম ঘিরে আলোচনা চলেছিল। শেষ পর্যন্ত সীলমোহর পড়ে আতিশীর নামে।

উল্লেখ্য, সম্প্রতি আদালতের নির্দেশে জামিন পান কেজরিওয়াল। জেল থেকে বেরোনোর পর পদত্যাগ করার কথা ঘোষণা করেন তিনি। তাঁর কথায়, মানুষের রায়ে যদি তিনি নির্বাচিত হন, তবেই পদে ফিরবেন। এর আগে গ্রেফতারির পরও মুখ্যমন্ত্রী পদ নিজের কাছেই রেখে দিয়েছিলেন কেজরিওয়াল। এ প্রসঙ্গে উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পর অতিশীই এ বার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular