‘বিজ্ঞান ধারা’ (Vigyan Dhara Scheme), কেন্দ্রের বড় পদক্ষেপ৷ বিজ্ঞান ও প্রযুক্তির উপর ফোকাস রেখে তৈরি হল এই বিজ্ঞান ধারা স্কিম। এর মধ্যে যেমন বিদ্যালয়স্তরে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকছে, তেমনই পরবর্তীতে গবেষণার বিভিন্ন ক্ষেত্রেও সাহায্য মিলবে এই প্রকল্প থেকে৷
কী কী সুবিধা রয়েছে ‘বিজ্ঞান ধারা’ প্রকল্পে?
জানা গিয়েছে, ‘বিজ্ঞান ধারা’ প্রকল্পের (Vigyan Dhara Scheme) জন্য ১০,৫৭৯ কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই স্কিমের সহায়তায় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে একাদশ -দ্বাদশ শ্রেণি থেকে ইন্টার্নশিপ এবং পরবর্তীকালে গবেষণার ক্ষেত্রেও সহায়তা হবে৷ বিজ্ঞান নিয়ে পড়াশোনা, গবেষণা, গবেষণাগারের উন্নতি-সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ দেবে সরকার।
আরও পড়ুন: Mann Ki Baat : ‘শক্তিশালী ভারত গড়তে তরুণরা রাজনীতিতে যোগ দিন’, বললেন PM Modi
যে পাঁচটি বিষয়ের উপর ফোকাস করা হয়েছে এক্ষেত্রে সেগুলি হল-
১) একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য এই ইন্টার্নশিপ কর্মসূচি। ইউজি- পিজি ,পিএইচডি, পোস্ট ডক্টরাল রিসার্চের জন্য ফেলোশিপ মিলবে।
২) জয়েন্ট রিসার্চ, জয়েন্ট প্রজেক্ট ও জয়েন্ট ফেলোশিপ।
৩) নির্দিষ্ট কিছু বিষয়ের উপর জোর দেওয়া যেগুলি সমাজের উপর খারাপ প্রভাব ফেলে। যেমন আবহাওয়ার পরিবর্তন।
৪) আন্তর্জাতিক সহযোগিতায় গবেষণা৷
৫) শুধু গবেষণা নয়, বাস্তবে তার প্রয়োগ কতটা হচ্ছে, কতটা সমাজের উপকারে লাগছে তার উপর জোর দেওয়া হবে।