Wednesday, January 15, 2025
Homeরাজ্যRG Kar News : 'রাত দখল করুক নারীরা', আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে...

RG Kar News : ‘রাত দখল করুক নারীরা’, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে মেয়েরা

দেশ স্বাধীন হয়েছে বহু আগে, কিন্তু নারীরা কি স্বাধীনতা পেয়েছে আদৌ? এই প্রশ্ন যেন বারবার প্রাসঙ্গিক হয়ে উঠছে আরজি করের মতো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। এক তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে সকলকে। কেন মেয়েদের আজও ভয়ে ভয়ে থাকতে হবে পথে-ঘাটে বেরোলে? আরজি করের (RG Kar News) ঘটনার পরে কলকাতার নানা এলাকা, এমনকি, জেলাতেও কিছু জায়গায় পথে নামার ডাক দিচ্ছেন মেয়েরা। যাদবপুর, গড়িয়াহাট থেকে শুরু করে কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি চত্বর, শখেরবাজার, ডানলপ, উত্তরপাড়া, উত্তর ১৪ পরগনার বিভিন্ন জায়গায় পথে নামার ডাক উঠেছে।

কী জানা যাচ্ছে?

তবে এই প্রথম নয়, ঠিক এক যুগ আগে দিল্লি গণধর্ষণ-কাণ্ডের পরেও এই দাবি উঠেছিল কলকাতায়। ‘রিক্লেম দ্য নাইট’ বা ‘রাতের দখল নিন’ বলে তখনও পথে নামার ডাক দিয়েছিল মেয়েরা। প্রসঙ্গত, ১৯৭৫ সালে আমেরিকার ফিলাডেলফিয়ায় রাতে বাড়ি ফেরার সময়ে জনৈকা মাইক্রোবায়োলজিস্টকে খুনের ঘটনায় মেয়েদের পথে নামার ঘটনায় ‘টেক ব্যাক দ্য নাইট’ বলে একটি আন্দোলন শুরু হয়েছিল প্রায় পাঁচ দশক আগে। ১৪ অগাস্ট রাতে তেমনই ছবির সাক্ষী থাকতে চলেছে বাংলা (RG Kar News)।

আরও পড়ুন : RG Kar-কাণ্ডে তোলপাড় বাংলা; এই আবহে কী হুঁশিয়ারি Shantanu Thakur-এর?

এ প্রসঙ্গে উল্লেখ্য, আরজি কর হাসপাতালে (RG Kar News) ঘটনার পর প্রিন্সিপাল সন্দীপ ঘোষ নাকি বলেছিলেন, “অত রাতে মেয়েটির একা থাকা ঠিক হয়নি।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় চারিদিকে। কেন আজও দিন হোক বা রাত, নারীরা নির্ভয়ে পথে বেরোতে পারবেন না? রাতে বাইরে বের হওয়ার অধিকার কি শুধু পুরুষেরই কুক্ষিগত থাকবে? এমনই প্রশ্ন উঠছে। এমতাবস্থায় নারীদের রাত দখল করার ডাক দেওয়া হয়েছে। সমর্থন করেছেন অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায়ও।

স্বস্তিকার মতে, “প্রতিবাদের ভাষা তৈরি হচ্ছে, পিতৃতন্ত্রের শৃঙ্খল দুমড়ে মুচড়ে ভেঙে বেরিয়ে আসবে সব নিপীড়িত লিঙ্গ পরিচয়ের মানুষ!”

এদিকে, সোমবার সকালে ইস্তফা দেওয়ার পর সন্দীপ ঘোষ জানিয়েছেন, ‘মৃত তরুণী ডাক্তার কেন রাতে একা ছিলেন?’, এমন কোনও মন্তব্য তিনি করেননি। তাঁর দাবি, ‘এইসব কথা তাঁর মুখে বসানো হয়েছে ছাত্রদের উসকানোর জন্য।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular