Wednesday, September 11, 2024
Homeরাজ্যRG Kar News : বদলির পর ন্যাশনাল মেডিক্যালেও ক্ষোভের মুখে Sandip Ghosh

RG Kar News : বদলির পর ন্যাশনাল মেডিক্যালেও ক্ষোভের মুখে Sandip Ghosh

তুমুল সমালোচনা, বিক্ষোভের মাঝে আরজি করের (RG Kar News) অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ। তবে ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয়েছে সন্দীপকে। এদিকে সন্দীপ ঘোষের জায়গায় আরজি করের অধ্যক্ষ করা হয়েছে সুহৃতা পালকে। তিনি এতদিন স্বাস্থ্য ভবনের ওএসডির দায়িত্ব সামলাতেন। এদিকে, ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায়কে স্বাস্থ্য ভবনের ওএসডি পদে আনা হয়েছে। আর এই সমগ্র বিষয়টি নিয়েই নতুন করে সমালোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন : RG Kar News : ‘রাত দখল করুক নারীরা’, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে মেয়েরা

বিজেপির মুখপাত্র অমিত মালব্য এক্স হ্যান্ডেলে আরজি করের নতুন অধ্যক্ষ সুহৃতা পালকে নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এই পোস্টে দাবি করেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের জায়গায় আরজি করের প্রিন্সিপাল করেছেন সুহৃতা পালকে। তিনি বর্তমানে স্বাস্থ্য ভবনের ওএসডি। তদন্তকে প্রভাবিত করার এটা আরেকটা রাস্তা। সমস্ত তথ্যপ্রমাণ মুছে ফেলতে এই পদক্ষেপ।’

তিনি আরও লেখেন, ‘এর আগে সুহৃতা পালকে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেন বাংলার রাজ্যপাল, কারণ তাঁর বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছিল।’

এদিকে, মঙ্গলবার সকাল থেকেই প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ন্যাশনাল মেডিক্যাল কলেজ। সেখানে নয়া প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে দায়িত্ব নিতে দিতে নারাজ পড়ুয়ারা। এদিন সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদে বসে পড়ুয়ারা। যে গেট দিয়ে নয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রবেশ করার কথা, সেই গেট সোমবার রাত থেকে তালাবন্ধ করে রাখা হয়।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular