Thursday, September 12, 2024
Homeরাজ্যRG Kar-কাণ্ডে তোলপাড় বাংলা; এই আবহে কী হুঁশিয়ারি Shantanu Thakur-এর?

RG Kar-কাণ্ডে তোলপাড় বাংলা; এই আবহে কী হুঁশিয়ারি Shantanu Thakur-এর?

আরজি কর-কাণ্ডে (RG Kar) তোলপাড় বাংলা। আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হেডফোনেই হত্যা-রহস্যের পর্দাফাঁস হয়। রাত ৩টের পর, গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমের ফ্লোরে ঢোকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি।

আরজি করের চিকিৎসককে সম্ভবত খুনের পর ধর্ষণ করা হয়, এমনটাই দাবি করেছিল পুলিশ। পরে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে আসে বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণীকে, এমনটাই ইঙ্গিত মিলেছে রিপোর্টে।

ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। তবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আবেদন জানিয়ে সকলকে বলেন, আরজি করের (RG Kar) ঘটনা নিয়ে কোনও গুজবে যেন কেউ কান না দেয়। যে কোনও প্রশ্নের জবাব কলকাতা পুলিশ দেবে।

আরও পড়ুন : RG Kar News: আরজি কর কাণ্ডে গ্রেফতার সঞ্জয় রায়; তার অতীত জানেন?

এদিকে আরজি করের (RG Kar) ঘটনায় মমতা সরকারকে নিশানা করে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর। দোষী উপযুক্ত শাস্তি না পেলে বড় লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে (RG Kar) তৈরি হতে চলা নতুন ভবনের একটি ফ্লোরের নামকরণ মৃত মহিলা চিকিৎসকের নামে হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular