স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার স্পিকার (Lok Sabha Speaker) পদের জন্য হতে চলেছে নির্বাচন। মনোনয়ন জমা দিয়েছিলেন ওম বিড়লা, যিনি এনডিএ’র প্রার্থী। তিনি গতবারও স্পিকার ছিলেন। কিন্তু এবার নির্বাচনে জিতে আসতে হবে। কারণ, বিরোধীরাও স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দিয়েছে বলে জানা গিয়েছে। তাই এই স্পিকার পদকে কেন্দ্র করে এই মুহূর্তে সরগরম রাজনীতির আঙিনা।
কী জানা যাচ্ছে?
জানা গিয়েছে, প্রার্থী হিসাবে ওম বিড়লাকে মনোনীত করেছে এনডিএ। এদিকে লোকসভা স্পিকার (Lok Sabha Speaker) পদে তার পাল্টা প্রার্থী দিয়েছে ‘ইন্ডিয়া’ও। মঙ্গলবার কংগ্রেস নেতা K Suresh-কে বিরোধী জোটের স্পিকার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি যদি মনোনয়ন প্রত্যাহার না করেন, তাহলে বুধবার লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোট হবে।
আরও পড়ুন : Lok Sabha Session : ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন শুরু, শপথ নিলেন PM Modi
বুধবার সকাল ১১টা নাগাদ লোকসভার স্পিকার (Lok Sabha Speaker) নির্বাচনের জন্য ভোটাভুটি হবে। সাম্প্রতিক অতীতে ভারতে এই প্রথম লোকসভায় ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচিত হবে। ইতিহাস বলছে, এতদিন বিরোধিতা ছাড়াই লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন।