উত্তরোত্তর ভিড় বাড়ছে বদ্রীনাথে (Badrinath)। পুণ্যার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতোই। জানা গিয়েছে, এক মাসেরও কম সময়ের মধ্যেই পুণ্যার্থীদের উপস্থিতির সংখ্যা প্রা ৫ লক্ষ, যা রেকর্ড। চলতি বছরে বদ্রীনাথ ধামে এই উপস্থিতি গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। গত বছর যা ছিল সাড়ে চার লক্ষ, চব্বিশে সেই সংখ্যা আরও ৫০ হাজার বেড়ে পাঁচ লক্ষে পৌঁছে গিয়েছে।
![Char Dham Yatra](https://bangla.indianews.in/wp-content/uploads/2024/06/Char-Dham.jpg)
প্রায় ৫৫ হাজার পুণ্যার্থী শ্রদ্ধাজ্ঞাপন করতে হেমকুন্ড সাহিবে যান। এদিকে, ২০২৪-এ বদ্রীনাথ (Badrinath), কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী- এই চার ধামযাত্রায় মানুষের ঢল নামে। মনে করা হচ্ছে এর মধ্যে বদ্রীনাথ ধাম দর্শন নতুন রেকর্ড গড়ে ফেলবে।
আরও পড়ুন : Oxford University : সুখবর! ভারতের সম্পদ ফেরত দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির ভাইস-চেয়ারম্যান কিশোর পানওয়ার বলেন, ‘এখনও পর্যন্ত প্রায় ১৯ লক্ষ মানুষ চারধাম যাত্রা করেছেন। এক মাসেরও কম সময়ে বদ্রীনাথে (Badrinath) ৫ লক্ষ পুণ্যার্থী এসেছেন। আশা করা হচ্ছে আগামী দিনে আরও অনেকে আসবেন।’