বাংলাদেশের সাংসদ Anwarul Azim Anar হত্যাকাণ্ডে (Bangladesh MP Murder Case) নয়া মোড়! দক্ষিণ চব্বিশ পরগনার একটি খাল থেকে মানহ দেহের হাড় উদ্ধার করল সিআইডি। সূত্রের খবর, ৩৩ বছর বয়সী সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে আসে তার ভিত্তিতে তদন্তে নামে সিআইডি-র একটি দল।
গত শুক্রবার বাংলাদেশের নাগরিক সিয়াম হোসেন ধরা পড়ে। বাংলাদেশ সাংসদ হত্যাকাণ্ডে (Bangladesh MP Murder Case) সিয়াম দ্বিতীয় ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বাংলাদেশী অভিবাসী জিহাদ হাওলাদারকে গ্রেফতার করে সিআইডি।
আরও পড়ুন : Bangladesh MP Death : বাংলাদেশি সাংসদকে ‘খুনের’ পর আলাদা করা হয়েছিল হাড়-মাংস: সূত্র
কী জানা গিয়েছে?
৮ জুন, শনিবার রাতে জিজ্ঞাসাবাদের সময় ধৃত সিয়াম সিআইডি-কে জানায়, ঠিক কোথায় বাংলাদেশী সাংসদের (Bangladesh MP Murder Case) দেহাংশ ছুঁড়ে ফেলা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে, উত্তর কাশীপুরে তল্লাশি অভিযান শুরু হয়। সিআইডি সূত্রে খবর, সিয়াম হোসেনের বক্তব্য অনুযায়ী, উক্ত স্থলে অর্থাৎ ভাঙড়ের কৃষ্ণমতি গ্রামের বাগজোলা খালে মানব দেহের হাড় পাওয়া যায়। ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলি পাঠানো হয়।
উল্লেখ্য, এর আগে নিউটাউনের ওই আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে প্রায় ৪ কেজি ওজনের নর মাংসের খোঁজ পেয়েছিলেন তদন্তকারী অফিসাররা।