Thursday, November 21, 2024
HomeBreakingLok Sabha Election 2024 Result : বারাণসী কেন্দ্রে দেড় লক্ষের ব্যবধানে জয়ী...

Lok Sabha Election 2024 Result : বারাণসী কেন্দ্রে দেড় লক্ষের ব্যবধানে জয়ী নরেন্দ্র মোদী; কী অবস্থা বঙ্গে?

বহু প্রতীক্ষার পর অবশেষে ছবিটা কিছুটা হলেও স্পষ্ট হল৷ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024 Result) যে হেভিওয়েট নামগুলির দিকে তাকিয়েছিল রাজনৈতিক মহল থেকে দেশের আমজনতা, তাদের জয়-পরাজয়, এগিয়ে বা পিছিয়ে থাকার ট্রেন্ড যত বেলা বাড়তে থাকে ততই স্পষ্ট হয়ে উঠতে থাকে৷

সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় নরেন্দ্র মোদীর কথা৷ ভোট ৯ ঘণ্টা পর দেখা যায়, বারাণসী কেন্দ্রে ৬,১২,৯৭০ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী। কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের থেকে তিনি ১,৫৮,৫১৩ ভোটে জেতেন৷ তবে ২০১৯ সালের নির্বাচনে তাঁর প্রাপ্ত ভোটের তুলনায় (Lok Sabha Election 2024 Result) এবার ভোটের মার্জিন কমেছে। গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদী পেয়েছিলেন ৬ লক্ষ ৭৪ হাজার ৬৬৪ ভোটে। সমাজবাদী পার্টির শালীনী যাদবকে ৬৩.৬২ শতাংশ ভোটে হারিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : Lok Sabha Election 2024 Result : কৃষ্ণনগরে তবে কি এবার মহুয়া ম্যাজিক? কী বলছে ট্রেন্ড?

অন্যদিকে, গতবারের তুলনায় এবার ভাল ফল (Lok Sabha Election 2024 Result০ করেছেন রাহুল গান্ধী। এখনও পর্যন্ত উত্তর প্রদেশের রায়বরেলি আসনের জয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কমিশন, তবে রাহুলের দাবি ওয়েনাডের পাশাপাশি রায়বরেলিতেও আসতে চলেছেন তিনিই৷ ওয়েনাডে বাম প্রার্থী অ্যানি রাজাকে পিছনে ফেলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। তাঁকে মেসেজ করে অভিনন্দন জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

চলতি লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024 Result) বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাখির চোখ ছিল বাংলা৷ বিভিন্ন এক্সিট পোলে যে বাংলাতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছিল, সেই ইঙ্গিতকে উলট-পালট করে এদিন সবুজ ঝড় ওঠে রাজ্যে৷ ফলাফলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই আনন্দোৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা৷

আরও পড়ুন : Lok Sabha Election 2024 Result: ‘কাওকে ব্যাগ প্যাক করে জায়গা ছাড়তে হবে’, কেন একথা বললেন BJP প্রার্থী Kangana?

এক্ষেত্রে উল্লেখ্য (Lok Sabha Election 2024 Result০, ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ব্যবধানে জয়ী হয়ে হ্যাটট্রিক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ের মার্জিনে বাংলায় অতীতের সব রেকর্ড ভেঙে দেন অভিষেক। প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস অভিষেকের ধারেকাছে ঘেঁষতে পারেননি। ব্যবধান ৭ লক্ষেরও বেশি।

কংগ্রেসের দিকে চোখ রাখলে একটা কথা বলতেই হয় শেষ পর্যন্ত গড়-রক্ষা করতে পারলেন না অধীর রঞ্জন চৌধুরী। ২৫ বছর পর বহরমপুর কেন্দ্রে পরাজিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পরপর ৫ বারে সাংসদ ছিলেন তিনি। ২০১৯-এর নির্বাচনের (Lok Sabha Election 2024 Result) পর কংগ্রেসের লোকসভার দলনেতাও হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর সেই ভরসার জায়গা থেকেই হারতে হল তাঁকে৷ জয়ী হলেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular