২ জুন ফের তিহাড়ে ফিরছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন তিনি। মাঝে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছিলেন। সেই মেয়াদ শেষের পথে। আর তার আগে একটি ভিডিও বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো কেজরিওয়াল।
কী বার্তা দিলেন কেজরিওয়াল?
একটি ভিডিও বার্তায় কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, ‘আমি যেখানেই থাকি, ভিতরে থাকি বা বাইরে থাকি, দিল্লির কাজ থেমে থাকবে না।’ তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট নির্বাচনী প্রচারের জন্য আমাকে ২১ দিনের ছাড় দিয়েছিল। আগামিকাল সেই ২১ দিন পূর্ণ হতে চলেছে। পরশু আমাকে অত্মসমর্পণ করতে হবে। সেদিন আমি জেলে ফিরে যাব। আমি জানি না, এবার কতদিনের জন্য আমাকে জেলে রাখা হবে, কিন্তু একটা বিষয় জানবেন যে, দেশকে একনায়কতন্ত্র থেকে বাঁচাতে আমি জেলে যাচ্ছি।’
আরও পড়ুন : Arvind Kejriwal : সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন কেজরিওয়াল, নাকচ জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন
কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, ‘ওরা আমাকে অনেকবার ভেঙে ফেলার চেষ্টা করেছে। নিচু করার চেষ্টা করেছে। কিন্তু আমি হার মানিনি। যখন আমি জেলে ছিলাম, তখন অনেকভাবেই আমার ওপর অত্যাচার করেছে। আমার ওষুধও আটকে দেওয়া হয়েছে।’
দিল্লির জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা নিজেদের খেয়াল রাখুন। জেলে থেকে আপনাদের জন্য খুবই চিন্তা হয়। আপনারা আনন্দে থাকলে আপনাদের কেজরিওয়ালও আনন্দে থাকবে। আমি আপনাদের মধ্যে না থাকলেও, দুশ্চিন্তার কিছু নেই। আপনাদের কাজ আটকাবে না।’
मुझे परसों सरेंडर करना है। माननीय सुप्रीम कोर्ट का बहुत-बहुत शुक्रिया। https://t.co/1uaCMKWFhV
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 31, 2024