লোকসভা নির্বাচনে এমনিতেই হাওয়া গরম রাজ্য রাজনীতিতে৷ সেই পারদ আরও ঊর্ধ্বমুখী হল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে৷ ইতিমধ্যেই চার দফার ভোট সম্পন্ন হয়েছে৷ সোমবার পঞ্চম দফার ভোট৷ তার আগে মমতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রবিবার তৃণমূল সুপ্রিমোর প্রতি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সাফ জানালেন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ (Bharat Sevashram Stirs Row) এবং ইসকন প্রসঙ্গে মমতার মন্তব্যকে বরদাস্ত করা হবে না৷
রামকৃষ্ণ মিশন-ভারত সেবাশ্রম সংঘকে (Bharat Sevashram Stirs Row) নিয়ে কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
মমতা বলেছেন, ‘সব সাধু সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি সবাই সমান? সমান নয়। এই যে বহরমপুরে একজন মহারাজ আছেন, কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরে রয়েছেন। কিন্তু যে মানুষটা বলে আমি তৃণমূলের এজেন্ট বসতে দেব না, তাকে আমি সাধু বলে মনে করি না।’
রবিবার মমতার এই মন্তব্যের প্রেক্ষিতেই তীব্র নিন্দা করলেন মোদী। হিন্দু সন্ন্যাসীদের অপমান করার সাহস তৃণমূলনেত্রী কোথা থেকে পেলেন, পুরুলিয়ার সভা থেকে এই প্রশ্ন তুলে ধরেন মোদী। এর বিরুদ্ধে তিনি আমজনতাকে সরাসরি ভোটের মাধ্যমে জবাব দিতে বলেন। পুরুলিয়ার সভা থেকে তিনি বলেন, ‘বাংলার সেবা-সংস্কৃতির প্রতি যারা কোনও শ্রদ্ধা রাখে না তাদের আপনাদের ভোটশক্তি দিয়ে এমন সাজা দিতে হবে যাতে ওরা কখনও আমাদের সন্ত, মহন্ত, মহাপুরুষদের অপমান না করতে পারে।’