শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: JP Nadda in Himachal Pradesh প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নকে ‘রাজনীতির সংস্কৃতি’ পরিবর্তন বলে অভিহিত করলেন জেপি নাড্ডা। নিজের রাজ্য হিমাচল প্রদেশে তিন দিনের সফরে এসে বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা এদিন রাজ্য বিধানসভা থেকে পিটারহফ পর্যন্ত একটি রোড শো-তে অংশ নেন। পরের বিজেপির দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের কর্মকুশলতা তুলে ধরেন তিনি। মোদি ‘রাজনীতির সংস্কৃতি’ বদলে দিয়েছেন বলেও দাবি করেন নাড্ডা।
BJP National President Shri @JPNadda's roadshow in Shimla, Himachal Pradesh. #DevBhoomiWithNaddaJihttps://t.co/Yqaz0s1aGE
— BJP Himachal Pradesh (@BJP4Himachal) April 9, 2022
এদিন নাড্ডা বলেন, ‘করোনাকালে ১৮৫ কোটি ডাবল ডোজ টিকা, সার্জিক্যাল স্ট্রাইক বা বিমান হামলা, যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন থেকে ২৩ হাজার ভারতীয়কে নিরাপদ উদ্ধার করা সবই মোদির সরকার প্রতিটি ক্ষেত্রে দৃঢ়সংকল্পের সাথে কাজ করেছে।’ JP Nadda in Himachal Pradesh
कुशल संगठनकर्ता, और भाजपा के राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda जी ने हिमाचल आगमन पर शिमला में आयोजित समारोह का संबोधन किया।
आदरणीय अध्यक्ष श्री नड्डा जी के प्रेरक शब्दों को सुनकर सभी कार्यकर्ता उत्साहित हैं।भाजपा है तो भरोसा है।#DevBhoomiWithNaddaJi pic.twitter.com/waXet2Jpnj
— BJP Himachal Pradesh (@BJP4Himachal) April 9, 2022
তিনি আরও বলেন, ‘বিজেপিগুলি সরকার পাহাড়ি রাজ্যকে ‘দিতে’ চায়, কিন্তু পূর্ববর্তী কংগ্রেস সরকারগুলি রাজ্য থেকে ‘ছিনতাই’ করার দিকেই তাকিয়ে ছিল। মনমোহন সিং সরকার হিমাচল প্রদেশের বিশেষ তকমাটি প্রত্যাহার করেছিল। হিমাচলের উন্নয়নে ৪০ শতাংশ শেয়ার রাজ্যকে এবং ৬০ শতাংশ কেন্দ্রকে দিতে বাধ্য করেছিল। কিন্তু ২০১৪ সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি রাজ্যের অবস্থা পুনরুদ্ধার করে রাজ্য থেকে মাত্র ১০ শতাংশ এবং কেন্দ্র থেকে ৯০ শতাংশে সম্মত হন। আমরা যা বলেছি তা করে দেখিয়েছি, আমরা যা বলব তা করে দেখাব।’
JP Nadda in Himachal Pradesh
————
Published by Subhasish Mandal