অনিসা পোদ্দার, ইন্ডিয়া নিউজ বাংলা আলিপুরদুয়ার: Tea Garden workers demand চা শ্রমিকদের বেতন বৃদ্ধি না হলে গণতান্ত্রিক রূপে আন্দোলনে নামবে তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন। সোমবার একথা জানান তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বারা ওরাঁও । এদিন বীরেন্দ্র বারা ওরাঁও জানান গত রবিবার শ্রমিক ভবনে বৈঠক ছিল এবং সেখানে চা শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে চা বাগান মালিক কতৃপক্ষ যা প্রস্তাব রেখেছে সেটা মেনে নেওয়া সম্ভব না । কেননা তারা সামান্য বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
বীরেন্দ্র বারা ওরাঁও জানান চা শ্রমিকদের নূন্যতম মজুরি প্রদানের দাবিতে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবীতে আমরা পূর্বেও আন্দোলন করেছি আমাদের আন্দোলন চলবে গণতান্ত্রিকভাবে তার রূপরেখা তৈরি হচ্ছে ।