অনিসা পোদ্দার, আলিপুরদুয়ার, ইন্ডিয়া নিউজ বাংলা : Returning home from Ukraine আলিপুরদুয়ার থেকে ইউক্রেনের টার্নপিলে পড়তে গিয়েছিলেন গৌরব কুমার। গত ২৩ তারিখের বিমানে আসার কথা ছিল তাঁর। কিন্তু আচমকাই সেখানে যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় গৌরব-সহ আরও বেশ কিছু ছাত্র-ছাত্রী দেশে ফিরতে পারেনি। সেই মুহূর্তে তাঁদের কাছে একটি মেল আসে এবং জানতে পারে যে ইউক্রেনের পরিস্থিতি খুবই খারাপ। তাঁদেরকে কোথাও যেতে বারণ করা হয়েছিল।
পরে গৌরব-সহ বেশ কিছু ছাত্র-ছাত্রীরা সেখান থেকে পালিয়ে বাঙ্কারে ঢুকে পড়ে এবং লুকিয়ে থাকে। সুযোগ পেলে ভারতীয় ও পাকিস্তানি ছাত্র-ছাত্রীরা এক সাথে সেখান থেকে পালিয়ে প্রায় ৮০০ কিমি দূরে বর্ডারে পৌছয়। কোনওরকমে বর্ডার পার করে পরে ভারত সরকারের পাঠানো বিমানে উঠে দিল্লি নামে তাঁরা। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীরা তাঁদের স্বাগত জানায়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রক খবর পাঠায় আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে। আলিপুরদুয়ার জেলার অতিরিক্ত জেলাশাসক গৌরবের পরিবারকে বিষয়টি জানান। পরে অতিরিক্ত জেলাশাসক তিনি নিজের গাড়ি পাঠিয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে শিলিগুড়ি বাগডোগরার উদ্দেশে রওনা হয়। পরে তার পরিবারের সদস্য বাগডোগরা থেকে গৌরবকে নিয়ে বাড়িতে আসেন। এতদিন পর ছেলের সাথে দেখা করতে পেরে খুবই আনন্দিত পরিবারের সদস্যরা।
গৌরব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বাড়িতে এসে আমার খুবই ভালো লাগছে। শুধু আমার নয় আমার সাথে যে সকল ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরেছে তাদের সকলেরই ভালো লাগছে। এখনও পর্যন্ত ওই কলেজের প্রায় ৫ হাজার ছাত্র-ছাত্রী আটকে রয়েছেন। ইউক্রেনের পরিস্থিতি ঠিক নেই। ইউক্রেন সরকার কোনওভাবেই সহযোগিতা করছে না। ইউক্রেন চাইছে তাদের ছাত্র-ছাত্রীরা সবার আগে বাইরে আসুক। কিন্তু ভারতীয় এবং অন্য দেশের ছাত্র-ছাত্রীদের দিকে নজর দিচ্ছেন না। গৌরবের মা জানান, এই খুশি কাউকে বলার মতো নয়। কারণ নিজের ছেলে নিজের মায়ের কাছে ফিরে আসল এর থেকে বড় খুশি আর হয় না। ভারত সরকার যেভাবে আমাদের সহযোগিতা করেছে তা বলার মতো নয়। ১০ থেকে ১৫ দিন আমাদের রাতের ঘুম উড়ে গেছে। আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই গেছি।
আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, প্রায় ২ ঘণ্টা আগে আমার কাছে একটি ফোন আসে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। সেই ফোন পেয়েই আমি ছুটে আসি গৌরবকে স্বাগত জানাতে। ইতিমধ্যেই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে বহু ছাত্র-ছাত্রীরা আটকে রয়েছে। তাই এই মুহূর্তে ভারত সরকারের একটাই কাজ সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় অপারেশন গঙ্গার মধ্যে দিয়ে তাঁদের বাড়িতে ফিরিয়ে আনা। প্রতিদিন এই কাজে আমাদের ৪ জন কেন্দ্রীয় মন্ত্রী সাহায্য করছেন।
Returning home from Ukraine
———–
Published by Subhasish Mandal