Saturday, December 7, 2024
HomeদেশBJP President JP Nadda Reached Varanasi বারাণসীতে পুজো দিয়ে ঈশ্বরের আশীর্বাদ চেয়েছেন...

BJP President JP Nadda Reached Varanasi বারাণসীতে পুজো দিয়ে ঈশ্বরের আশীর্বাদ চেয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা

ইন্ডিয়া নিউজ বাংলা, বারাণসী : BJP President JP Nadda Reached Varanasi বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা বারাণসী পৌঁছেছেন এবং কাশী বিশ্বনাথ ও কাল ভৈরব দর্শনের পর আশীর্বাদ চেয়েছেন। নাড্ডার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এর পাশাপাশি নাড্ডা উৎসাহী মানুষের সাথে দেখা করে বিজেপিকে জয়ী করার আবেদন জানান। (President JP Nadda Reached Varanasi)

বিজেপি সভাপতির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালেও মন্দিরে পৌঁছেছেন। উত্তরপ্রদেশ ভোটের শেষ পর্ব ৭ ​​মার্চ অনুষ্ঠিত হতে চলেছে বারাণসীতে। বিজেপি সমস্ত বরিষ্ঠদের প্রার্থী করেছে। বারাণসী সফরে নাড্ডা ভাষণে বলেছেন, একটি উন্নত সমাজ গঠনে উৎসাহীদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং তাঁদের এগিয়ে আসা উচিত।

কংগ্রেস ভাই-বোনের দলে পরিণত হয়েছে President JP Nadda Reached Varanasi

নাড্ডা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেছেন যে, বর্তমানে সমস্ত আঞ্চলিক দল পরিবারে পরিণত হয়েছে এবং কংগ্রেস ভাই-বোনে পরিণত হয়েছে। বিজেপিই দেশের একমাত্র রাজনৈতিক দল যারা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এবং এখানে কোনও পরিবারতন্ত্র নেই। সকল নেতার জন্যই জাতি প্রথম, দল দ্বিতীয় এবং পরিবার তৃতীয়। (President JP Nadda Reached Varanasi)

জেপি নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বস্তরে যে পরিবর্তন হয়েছে তা সামনে রয়েছে। একই সময়ে, রাজ্যে উন্নয়ন শীর্ষে রয়েছে এবং যোগী আদিত্যনাথ সরকার এক্সপ্রেসওয়ে নির্মাণ, শিল্প উন্নয়ন, পরিবহনের জন্য বন্দর নির্মাণের মতো পরিকল্পনা শুরু করেছে। সেই সঙ্গে বেনারস-সহ গোটা পূর্বাঞ্চল ও রাজ্যে বয়ে চলেছে উন্নয়নের গঙ্গা।

President JP Nadda Reached Varanasi

আরও পড়ুন : Russia Ukraine War Indian Student গুলিতে আহত ভারতীয় ছাত্র কিয়েভের হাসপাতালে ভর্তি

———–
Published by Subhasish Mandal  

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular