Saturday, November 2, 2024
HomeMunicipal PollsJalpaiguri, Alipurduar municipality election result জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সবুজ ঝড়ে মুছে গেল...

Jalpaiguri, Alipurduar municipality election result জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সবুজ ঝড়ে মুছে গেল বিজেপি

জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সবুজ ঝড়ে মুছে গেল বিজেপি

ইন্ডিয়া নিউজ বাংলা : উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সবুজ ঝড়। পৌর নির্বাচনের ফলাফল দিয়েছেন সুপ্রিয় বসাক জলপাইগুড়ি ও অনিশা পোদ্দার আলিপুরদুয়ার।

সুপ্রিয় বসাক,জলপাইগুড়ি: বাংলা তার নিজের মেয়েকে চায় স্লোগান এবং লক্ষ্মীর ভান্ডার এই দুইএর জোড়া সাফল্যে তৃণমূলের প্রার্থীদের জয়জয়কার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ।

জলপাইগুড়ি জেলার ৩ টি পৌরসভা দখল করল তৃনমুল। তিনটি পৌরসভার মোট ৫৭ টি ওয়ার্ডের মধ্য ৫২ টি তৃণমূল দখল করেছে। ব্যাপক ভাবে জিতেছে মহিলা প্রার্থীরা।

Jalpaiguri, Alipurduar municipality election result

জলপাইগুড়ি পুরসভার মোট ওয়ার্ড ২৫টি, জয়ী প্রার্থীদের নাম

১. তৃণমূল নিলম শর্মা

২ তৃণমূল মহুয়া দত্ত
৩ তৃণমূল স্বরূপ মন্ডল
৪ তৃণমূল সরিতা প্রসাদ সা
৫ তৃণমূল সন্দীপ মাহাতো
৬ তৃণমূল সুব্রত পাল
৭ তৃণমূল পাপিয়া পাল
৮ তৃণমূল সৈকত চ্যাটার্জী
৯,তৃণমূল প্রমোদ মন্ডল
১০.তৃণমূল দীনেশ রাউত
১১. তৃণমূল মানসী বিশ্বাস
১২. তৃণমূল মনিন্দ্র বর্মণ
১৩. তৃণমূল লিপি সরকার
১৪. তৃণমূল সন্দীপ ঘোষ
১৫. তৃণমূল তপন ব্যানার্জি
১৬ তৃণমূল তিয়াস সিনহা গোস্বামী
১৭ তৃণমূল দিলীপ বর্মা
১৮ তৃণমূল উত্তম বসু
১৯ তৃণমূল লোপামুদ্রা অধিকারী
২০ কংগ্রেস শুভ্রা দেব
২১ তৃণমূল তারক নাথ দাস
২২ তৃণমূল পিংকু বিশ্বাস
২৩ সিপিএম সঞ্চিতা পঞ্চানন ধর
২৪ কংগ্রেস অম্লান মুন্সি
২৫ তৃণমূল পৌষালী দাস

 

জলপাইগুড়ি জয় করার পর সবুজ উচ্ছ্বাস      

Jalpaiguri, Alipurduar municipality election result

জলপাইগুড়ি পুরসভা ২০২২ সালের নির্বাচনের ফলাফল :-

ওয়ার্ড ১ :-

নীলম শর্মা (তৃণমূল) ১৩৭৮★
রাজ কমল সা্হা (বিজেপি) ৮২১
জয়ন্তী পাল(কংগ্রেস) ১৩০০
দেবাশীষ চক্রবর্ত্তী (বামফ্রন্ট) ৩০৬

ওয়ার্ড ২ :-
মহুয়া দও বন্দোপাধ্যায় (তৃণমূল) ২৯৩৫★
তপতী বসাক তন্ত্র (বিজেপি) ৬৭২
দুর্বা বন্দোপাধ্যায় (বামফ্রন্ট) ১৯০২

ওয়ার্ড ৩ :-
স্বরূপ মন্ডল (তৃণমূল) ২৯২১★
দেবাশীষ রায় (বিজেপি) ৪৮৮
বিকাশ রায় (বামফ্রন্ট) ১১৩২

ওয়ার্ড ৪ :-
সারিতা প্রশাদ শা গুপ্তা (তৃণমূল) ১৫০১★
দুর্গা ঝা (বিজেপি) ২০৪
মীরা শা ২৭৪(কংগ্রেস)

ওয়ার্ড ৫ :-
সন্দীপ মাহাতো (তৃণমূল) ১৩৯০★
মনোজ কুমার শা (বিজেপি) ২৫১
দীপক কুমার প্রসাদ (কংগ্রেস) ৩১১

ওয়ার্ড ৬:-
সুব্রত পাল (তৃণমূল) ৯৩৪★
শ্যাম প্রসাদ (বিজেপি) ১৩৩
বিশ্বজিৎ সাহা(কংগ্রেস) ৫৭৯
শুভেন্দু সাহা (বামফ্রন্ট) ৩২৮

ওয়ার্ড ৭ :-
পাপিয়া পাল (তৃণমূল) ১৬৮৩★
টিনা গাঙ্গুলি (বিজেপি) ৩৮৫
মিঠু রায় দাশগুপ্ত (বামফ্রন্ট) ২৪৯

ওয়ার্ড ৮ :-
সৈকত চট্টোপাধ্যায়, (তৃনমূল) ১৬৬৬★
অসীম সরকার (বামফ্রন্ট) ২৪৮
অনীন্দ সরকার (বিজেপি) ১৮৯

ওয়ার্ড ৯ :-
প্রমোদ মন্ডল (তৃনমূল)১৭১৪★
যশোদা ছেত্রী(বিজেপি) ১১৩৪
প্রদীপ কুমার দে (বামফ্রন্ট)৬৩৯

ওয়ার্ড ১০ :-
দীনেশ রাউত (তৃনমুল) ১৪৯৩★
রবি রাসাইলি (বামফ্রন্ট) ১০৭৯
সোনম সোনার (বিজেপি) ১৯৫

ওয়ার্ড ১১ :-
মানষী বিশ্বাস রায় (তৃনমুল) ২৪৩৬★
বাবলী মোহন্ত(বামফ্রন্ট) ৭৫৭
যুথিকা রায় বাসুনিয়া (বিজেপি) ৭৪৬

ওয়ার্ড ১২:-
মনীন্দ্র নাথ বর্মন (তৃণমূল) ১৫৭০★
নারায়ণ চন্দ্র সরকার (কংগ্রেস) ৯২৪
জয়া সরকার (বিজেপি) ২০৮

ওয়ার্ড১৩ :-
লিপিকা সরকার (তৃণমূল) ১৩০০★
মৌমিতা সেন (বামফ্রন্ট) ৭১৫
গীতা সাহা(বিজেপি) ৩০১

ওয়ার্ড ১৪ :-
সন্দীপ ঘোষ(তৃণমূল) ২২৪৪★
বিমল পাল চৌধুরী (কংগ্রেস) ৮৭৭
ইন্দ্র জিৎ মানি (বিজেপি) ২৬৩

ওয়ার্ড ১৫ :-
তপন বন্দোপাধ্যায় (তৃণমূল) ১২৭৮★
শুভম সাহা (বামফ্রন্ট) ৬৩৮
বিপ্লব কুমার সিনহা (বিজেপি) ১৯৫

ওয়ার্ড ১৬ :-
তিয়াস সিনহা(তৃণমূল) ১১৪৮★
সুমিত্রা মন্ডল (কংগ্রেস) ১০১১
অঞ্জলি চৌধুরী (বিজেপি) ১২৩

ওয়ার্ড ১৭ :-
দিলীপ কুমার বর্মা (তৃণমূল) ১০৯৯★
মিঠুন দাস(বামফ্রন্ট )৫০১
সমীর দাস(বিজেপি) ৪০১

ওয়ার্ড ১৮ :-
উত্তম বসু (তৃণমূল) ১২৭৩★
অসীম কুমার তরফদার(কংগ্রেস) ৫৮২
সুব্রত মিত্র(বামফ্রন্ট) ১৪১
অঙ্কুর দাস(বিজেপি) ১৩৪

ওয়ার্ড ১৯ :-
লোপামুদ্রা অধিকারী (তৃণমূল) ১৮০৯★
খগেশ্বর রায় প্রামানিক (বামফ্রন্ট) ৭০১
কৃষ্ণা ভৌমিক (বিজেপি) ২৫৪

ওয়ার্ড ২০ :-
শুভ্রা দেব (কংগ্রেস) ১৩৬৩★
সুনীতি সরকার (তৃণমূল)১০৫৬
অনিতা মৌলিক (বিজেপি) ৫৬৬

ওয়ার্ড ২১ :-
তারক নাথ দাস (তৃনমূল)১১৩৫★
সৌমিক ভৌতিক (বামফ্রন্ট) ৯৪৬
নব্যেন্দু মৌলিক ২৬৩
সুব্রত চক্রবর্তী (বিজেপি) ১৮৬

ওয়ার্ড ২২:-
পিঙ্কু বিশ্বাস (তৃণমূল) ১১২৯★
পিনাকী সেনগুপ্ত (কংগ্রেস) ৯৮৩
জীবেশ দাস (বিজেপি) ৭৫

ওয়ার্ড ২৩ :-
সঞ্চিতা পঞ্চানন ধর (বামফ্রন্ট) ১৪০২★
সুজাতা সরকার বর্ধন (তৃণমূল) ৫৬৪
পারমিতা সরকার ৮৭

ওয়ার্ড ২৪:-
অম্লান মুন্সি (কংগ্রেস) ২০১৮★
পল্লব দাস(তৃণমূল)৮১১
দেবাশীষ চক্রবর্তী (বিজেপি) ১৮২

ওয়ার্ড ২৫:-
পৌষালি দাস সরকার (তৃণমূল) ১৬৫৮★
শুভ্রা বর্মন মালোদাস(কংগ্রেস) ১৩৯৭
কৃষ্ণা রায় বর্মন (বিজেপি) ৩৯৬

 

Alipurduar municipality election result

অনিশা পোদ্দার, আলিপুরদুয়ার:

আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ও ফালাকাটা পৌরসভা তৃণমূলের দখলে এল সহজেই।

ফালাকাটা পৌর সভায় ১৮ টা ওয়ার্ড তে ১৮ টা তৃণমূল কংগ্রেসের দখলে ।

আলিপুরদুয়ারে তৃণমূলের জয়ী প্রার্থীরা

আলিপুরদুয়ার পৌরসভার ২০ টা ওয়ার্ডে 2 নং , 6 ন‌ং, 10 নং ওয়ার্ড জয়ী নির্দল ।

20 নং ওয়ার্ড জয়ী কংগ্রেস ।

বাকি ষোলোটি ওয়ার্ডে জয়ী তৃণমূল ।

ফলে আলিপুরদুয়ারে তৃণমূল যেমন নিরঙ্কুশ ফলাফল করেছে, তেমন বিজেপিকে খুঁজেই পাওয়া যায়নি। খাতা খুলতে পারেনি পদ্মফুল।

Published by Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular