ইন্ডিয়া নিউজ বাংলা
সল্টলেক : স্কুল খোলার দাবি নিয়ে বিকাশ ভবনে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর কনভয় আটকায় পুলিশ। বাধা দেওয়ার পরই পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় তাঁর। গাড়ি থেকে নেমে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমরা কোনও মিটিং, মিছিল, আন্দোলন করতে আসিনি। শিক্ষা সচিব সময় না দিলে ফিরে যেতাম। শুভেন্দু জানান, শিক্ষা সচিবের দফতরে একাধিকবার ফোন করা হয়েছিল। তিনি বিকেল ৫ টার পর সময় দিতে পারবেন জেনেই এসেছিলেন। কিন্তু বিকাশ ভবনে যাওয়ার আগেই বিশাল পুলিশ বাহিনী তাদের পছ আটকে দেয়।
স্কুল খোলার দাবীতে বিক্ষোভ Suvendu Adhikari
শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পালসহ ১২ জন বিজেপি বিধায়ক।বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়িতে ছিল বিজেপি নেতাদের একটি বৈঠক। সেই বৈঠক শেষেই বিকাশ ভবনের দিকে যাচ্ছিলেন তিনি। পুলিশের পক্ষ থেকে বলা হয় বিকাশ ভবন চত্বরে ১৪৪ ধারা জারি রয়েছে, তাই যাওয়া যাবে না। এই বলে বাধা দেওয়া হয়। শুভেন্দু বলেন তাঁকে এভাবে থামানো যাবে না। শুক্রবার আবার তিনি বিকাশ ভবনে আসবেন বলে জানান। বিধায়ক অগ্নিমিত্রা পাল বলে ‘দুয়ারে মদ পৌঁছে দেওয়া হচ্ছে, আর স্কুল খোলা হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের কেন আটকানো হচ্ছে, আমরা তো ক্রিমিনাল নই।’
Suvendu Adhikari