Santhal Laureate to get Padma Sri সাঁওতালি সাহিত্যে খেরওয়াল সরেন পদ্মশ্রী সম্মান পেলেন
অশোক ভট্টাচার্য, ইন্ডিয়া নিউজ বাংলা, ঝাড়গ্রাম : সাঁওতালি সাহিত্য জগতের নক্ষত্র খেরওয়াল সরেন পদ্মশ্রী সম্মানে সম্মানিত হতে চলেছেন । ইতিমধ্যেই তাঁর নাম ঘোষণা হয়েছে ।
খেরওয়াল সরেনের প্রকৃত নাম কালিপদ সরেন । তিনি ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের বাসিন্দা । কিন্তু সাঁওতালি সাহিত্য জগৎ তাঁকে খেরওয়াল সরেন নামে চেনে । পদ্মশ্রী সম্মান এর প্রাপক খেরওয়াল সরেন তাঁর সমাজকে নেশা মুক্ত করার পণ নিয়েছেন । তাঁর কথায়, আমরা যদি হাঁড়িয়া এবং মদ কে যদি পরিহার করতে না পারি এই জনজাতি কিন্তু বিলুপ্ত হয়ে যাবে । সত্যই আস্তে আস্তে সেই কালচার আসছে যেখানে আমাদের পূর্বপুরুষের কালচার অবলুপ্ত হচ্ছে । আজ কাল বিভিন্ন জায়গায় অর্গেস্টার অনুষ্ঠিত হচ্ছে সেখানে যুবক যুবতীরা ইনভলব হচ্ছে । তাঁরা কেলবমাত্র গান শুনতে হয় মাদকদ্রব্য খেয়ে মাতামাতি করছে । এটা যুব শক্তির বিরাট অপচয় হচ্ছে । এই অপচয় কে আমরা যদি রোধ না করতে পারি পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোন অতলে পড়ে যাবে বা হারিয়ে যাবে সেটা এখন চিন্তার বিষয় । সেই জন্য এই গুলি আমার লেখার মধ্যে প্রতিহত করেছি ।
যুব শক্তির বিরাট অপচয় রোধ করতে হবে
১৯৫৭ সালে অবিভক্ত মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার রঘুনাথপুর পরে জন্মগ্রহণ করেন খেরওয়াল সরেন । জীবন সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়ে ওঠেন তিনি । নিজের একাগ্রতা ও জেদে পঠন-পাঠন চালিয়ে যান । তিনি ১৯৭৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন তারপর সেবা ভারতী মহাবিদ্যালয় থেকে ১৯৮১ সালে গ্রেজুয়েশন কমপ্লিট করেন । ১৯৮৪ সালে কলকাতার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সাইন্সে মাস্টার ডিগ্রী করেন । মাস্টার ডিগ্রী পাস করার পরেই কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন । কর্মজীবনের মধ্যেই তিনি তাঁর সাহিত্যচর্চা চালিয়ে যান ।
১৯৮৪ সালে সাঁওতালি ভাষায় “রিমিল ” নামে একটি ম্যাগাজিন প্রকাশিত করেন । এই ভাবেই তিনি তার যাত্রাপথ শুরু করেন । সাঁওতালি ভাষায় তিনি নাটক, সাহিত্য ,কবিতা রচনা করতে থাকেন । মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন খেরওয়াল সরেন ।
১৯৯২ সালে তিনি প্রথম পুরস্কৃত হন । অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার এসোসিয়েশন তাঁকে পুরস্কৃত করেন। ২০০৪ সালে পন্ডিত রঘুনাথ মুর্মু পুরস্কারে পুরস্কৃত হন তিনি । ২০০৫ সালে সাঁওতালি একাডেমি সদস্য হিসেবে নিযুক্ত হন তিনি ।
২০০৭ সালে তিনি সাহিত্য একাডেমী পুরস্কার পান
এই ভাবেই তিনি সাঁওতালি সাহিত্য জগতের একে একে পুরস্কার পেতে থাকেন । কিন্তু এবার তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন । ঝাড়গ্রাম জেলায় এই প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপক খেরওয়াল সরেন ।
Published by Samyajit Ghosh