Saturday, December 7, 2024
HomepoliticalR Day: W B Governor hoist National Flag জাতীয় পতাকা উত্তোলন করলেন...

R Day: W B Governor hoist National Flag জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল  

R Day: W B Governor hoist National Flag জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল 

কৌশিক দাস, ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা:  ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন সেজে ওঠে গোটা দেশ।  কলকাতার রেড রোডে  প্রজাতন্ত্র দিবস পালন হল প্রতিবারের মত।  উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্যপাল জাগদীপ ধনকড়।

এই বিশেষ দিনে রেড রোডে উপস্থিত হয়ে প্রজাতন্ত্র দিবসে দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল।  এবছর দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোড  সহ গোটা শহরে মোতায়েন করা হয়েছে পাঁচ হাজারের বেশি পুলিশ বাহিনী। কার্যত পুলিশের পুরু নিরাপত্তা বলয়ের ঘেরাটোপের মধ্যেই রেড রোডে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল সহ একাধিক প্রথমসারির উচ্চ পদাধিকারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবস।

রাজ্যপালের জাতীয় পতাকা উত্তোলনের পরপরই প্যারেড সহ রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজ।  প্রদর্শিত হল নেতাজির ট্যাবলো সহ একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠান।

কুচকাওয়াজে অংশ নেন নিরাপত্তা দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থা,  পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী।  এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো দেখা গেল। কোভিড বিধি মেনেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Published by Samyajit Ghosh

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular