ইন্ডিয়া নিউজ বাংলা
তন্ময় চক্রবর্তী, উওর দিনাজপুর : পার্সেল খুলতেই বিস্ফোরণ। আহত চার। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটল উত্তর দিনাজপুরের হেমতাবাদে একটি ওষুধের দোকানে। সূত্রের খবর হেমতাবাদের বাহারাইল গ্রামে ওষুধের ব্যাবসা করেন বাবলু চৌধুরী। শুক্রবার বিকেল নাগাদ এক মহিলা যাত্রী নিয়ে এক টোটোচালক বাবলু চৌধুরীর দোকানে আসেন এবং তাঁর একটি পার্সেল আছে বলে জানায়। সেসময় দোকানে ছিলেন বাবলু চৌধুরী। তিনি পার্সেলের প্যাকেটটি হাতে নেয়। পরে বাবলুবাবু পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত হন ওই দোকানে থাকা তপন রায়, বাবলু চৌধুরী এবং মহম্মদ সফুর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বাহারাইল গ্রামে। ঘটনার খবর পেয়েই বাহারাইল গ্রামে ছুটে আসে হেমতাবাদ থানার বিশাল পুলিশবাহিনী। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ব্লক হেমতাবাদের বাহারাইলে সাধারনতন্ত্র দিবসের প্রাক্কালে এমন ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ওই টোটোচালক ও মহিলা যাত্রী সহ টোটোর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।
আর ও পড়ুন : Two killed in Singur সিঙ্গুরে দুই ভাইকে কুপিয়ে খুন প্রতিবেশীর