Thursday, September 12, 2024
Homeরাজ্যনদিয়াTMC group clashes in Krishnanagar কৃষ্ণনগরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ৩ হাসপাতালে...

TMC group clashes in Krishnanagar কৃষ্ণনগরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ৩ হাসপাতালে ভর্তি

সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা:  আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার তৃণমূল জেলা সভাপতি এবং তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ। গুরুতর জখম অবস্থায় উভয়পক্ষের ৩জন হাসপাতালে ভর্তি। কৃষ্ণনগরে নকশাল আমলের মতো কালো দিন ফিরিয়ে আনছে তৃণমূল, দাবি বিরোধীদের। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার সমরপল্লি এলাকায়।

উল্লেখ্য তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণনগরের জয়ন্ত সাহা এবং কৃষ্ণনগরের তৃণমূল নেতা শিশির কর্মকারের গোষ্ঠীবিবাদ দীর্ঘদিনের। অভিযোগ গতকাল রাতে কৃষ্ণনগরের তৃণমূল নেতা শিশির কর্মকার এবং তৃণমূল জেলা সভাপতি অনুগামীদের মধ্যে হঠাৎ বচসা শুরু হয়। আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ হতে থাকে। ঘটনার জেরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

কৃষ্ণনগরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম ৩ হাসপাতালে ভর্তি TMC group clashes in Krishnanagar 

আরও পড়ুন : Parcel Blast : হেমতাবাদে পার্সেল খুলতেই ভয়ঙ্কর বিস্ফোরণ, আহত ৩, তদন্তে পুলিশ

শিশির কর্মকার অনুগামীদের অভিযোগ, তারা ওই রাতে এক ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন। আসার সময় জয়ন্ত সাহার অনুগামীরা হঠাৎ তাঁদের ওপর আক্রমণ করে। বন্দুক এবং ধারালো অস্ত্র দেখিয়ে বেধড়ক মারতে থাকে। অবস্থা বেগতিক দেখে কোনওরকম পালিয়ে প্রাণে বাঁচেন তাঁরা। তাঁদের অভিযোগ, যেহেতু শিশির কর্মকারের অধীনে তৃণমূল করে সেই কারণে এই আক্রমণ। যদিও পাল্টা দাবি করেছে জয়ন্ত সাহা অনুগামীরা। তাঁদের দাবি শিশির কর্মকারের ঘনিষ্ঠরা হঠাৎ মদ্যপ অবস্থায় এসে গালিগালাজ করতে থাকে। এরপর আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র বের করে হঠাৎ তাঁদের ওপর আক্রমণ করে।

বিজেপির দাবি, তৃণমূল রাজনৈতিক জায়গা দখলের জন্য নিজেদের মধ্যে মারামারি করছে। আতঙ্কে সাধারণ মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না। ঘটনার পর উভয়পক্ষ থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় জেলা সভাপতি জয়ন্ত সাহা এবং শিশির কর্মকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular