সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি, ইন্ডিয়া নিউজ বাংলা : জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের খোঁজখবর নিলেন কেন্দ্রীয় প্রতিনিধিদল। এদিন বোয়ালমারি, কচুয়া বোয়ালমারি, পাতকাটা, পাহারপুর, বন্ধ রায়পুর চা বাগান-সহ বিভিন্ন এলাকায় ঘুরে মানুষজনের সাথে কথা বললেন প্রতিনিধি দলের সদদ্যরা। প্রশাসন সূত্রে জানা গেছে দুই সদস্যের এই দলটি গত ১৭ তারিখ জেলায় এসেছে। থাকবে ২৩ জানুয়ারি পর্যন্ত। দলটি কোন, কোন গ্রাম পঞ্চায়েতে যাবে তা তাঁরা নিজেরাই ঠিক করবে। তাঁদের ইচ্ছে অনুযায়ী বিভিন্ন এলাকায় নিয়ে যাবে জেলা প্রশাসনের টিম।
প্রতিনিধিদলের সদস্যরা গ্রামের মানুষ ও পঞ্চায়েত সদস্যদের সাথে কথা বলছেন। খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে তাঁরা সাধারণ মানুষের সাথে কথা বলছেন। একইসাথে তাঁরা সবাইকে জিজ্ঞাসা করছেন তারা ১০০ দিনের কাজ পেয়েছেন কিনা। এছাড়া কেন্দ্রীয় দলটি একশো দিনের কাজ নিয়ে মানুষের নানা অভিযোগও শোনেন।
১০০ দিনের কাজের খোঁজ নিতে জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল Central delegation team at Jalpaiguri
মণ্ডলঘাট সরকারপাড়ার বাসিন্দা ঝর্ণারানি সরকার জানান, আধিকারিকরা তাঁদের কাছে এসেছিলেন। তাঁদের প্ল্যানটেশনের জন্য গাছের চারা দেওয়া হয়েছিল। সেই বিষয়ে খোঁজখবর নিলেন। তাঁদের অভিযোগ গাছের চারা পেলেও এখনও টাকা পাননি তাঁরা। রমেশ দেবনাথ নামে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা বলেন, তাঁর বাড়িতে আধিকারিক এসেছিলেন। তাঁর সরকারি বাড়ি নিয়ে খোঁজ খবর নিলেন।
প্রতিনিধি দলের সদস্য শশীকান্ত জানান, জেলার ১০০ দিন সংক্রান্ত কাজের খোঁজখবর নিতে এসেছেন। এই রিপোর্ট তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবেন। এদিন আধিকারিকদের কাছে পেয়ে তাঁদের অভাব অভিযোগ নিয়ে বলতে দেখা গেছে বিভিন্ন মানুষকে।
—–
Published by Subhasish Mandal