Thursday, September 12, 2024
HomeদেশPakistani Drone At Border অমৃতসরে সীমান্তের ২০০ মিটার ভিতরে পাক ড্রোন

Pakistani Drone At Border অমৃতসরে সীমান্তের ২০০ মিটার ভিতরে পাক ড্রোন

ইন্ডিয়া নিউজ বাংলা, চণ্ডীগড় : Pakistani Drone At Border অপকর্ম অব্যাহত পাকিস্তানের। পঞ্জাবের ভারত-পাক সীমান্তে ফের একবার পাওয়া গেল পাক ড্রোন। গতকাল ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসর সেক্টরে। তথ্য অনুযায়ী, সীমান্তের ২০০ মিটার ভেতরে এই ড্রোনটি পাওয়া গেছে। বিএসএফ ফ্রন্টিয়ার (পঞ্জাব) এই তথ্য জানিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন যে এই ড্রোনটি একটি কোয়াডকপ্টার। এটি সীমান্ত চোকির ৫০ মিটার দূরে এবং সীমান্তের ২০০ মিটার ভেতরে পাওয়া গেছে। এর আগে ১ ডিসেম্বর গুরুদাসপুরের দিনানগর এলাকায় ৯০০ গ্রাম আরডিএক্স উদ্ধার করা হয়। তারপর থেকেই সতর্ক রয়েছে বিএসএফ।

আরও পড়ুন : 18 Thousand per Month to BPL Families : প্রতি বিপিএল পরিবারকে বছরে ১৮ হাজার দেওয়া হবে, ঘোষণা এসপি প্রধান অখিলেশ যাদবের

ফিরোজপুরে মাসখানেক আগে ড্রোন ফেলা হয় Pakistani Drone At Border

বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল পঙ্কজ সিং

পঞ্জাবের সীমান্তে ড্রোন পাওয়ার ঘটনা নতুন নয়। মাসখানেক আগে ফিরোজপুর সেক্টরে পাকিস্তানের একটি ড্রোন পাওয়া গিয়েছিল। বিএসএফ সেই ড্রোনটিকে গুলি করে নামায়। গত ১৭ ডিসেম্বর সীমান্ত নিরাপত্তা বাহিনী প্রথম পঞ্জাবে ড্রোন ভূপাতিত করে। বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল পঙ্কজ সিং বলেছেন যে, গত বছরের ১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের ৬৭টি ড্রোন সীমান্তে দেখা গেছে।

ফিরোজপুরে চিনের তৈরি ড্রোন নামানো হয়েছিল Pakistani Drone At Border

ফিরোজপুর সেক্টরে কালো রঙের যে ড্রোনটি নামানো হয়েছিল সেটি ছিল চিনের তৈরি। এই ড্রোনের গায়ে কালো ডোরাকাটা দাগ ছিল, যাতে অন্ধকারে কেউ দেখতে না পায়। এই ড্রোনগুলি ১০ কেজি পর্যন্ত ওজন তুলে অন্যত্র ফেলে দিতে পারে। পাকিস্তানি এজেন্সিগুলো এই ড্রোনের মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে অস্ত্র ও হেরোইন পাঠায়।

—–
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular