Sunday, February 16, 2025
HomeWorldBlast in Lahore : লাহোরের আনারকলি বাজারে বিস্ফোরণে হত ৪ গুরুতর...

Blast in Lahore : লাহোরের আনারকলি বাজারে বিস্ফোরণে হত ৪ গুরুতর আহত ২৬

ইন্ডিয়া নিউজ বাংলা

লাহোর : পাকিস্তানের লাহোরে ফের বিস্ফোরণে হত ৪ গুরুতর আহত ২৬। বৃহস্পতিবার দুপুরে লাহোরি গেটের কাছে আনারকলি বাজারের সামনে এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। একই সঙ্গে আরও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণে রাস্তায় প্রায় আড়াই ফুট গভীর গর্তের সৃষ্টি হয় (Blast in Lahore)

বলা হচ্ছে, যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেই এলাকাটি সব সময় জমজমাট থাকে। প্রচুর মানুষের জনসামাগম হয়।বিস্ফোরণের সময়ও বহু মানুষ কেনাকাটা করতে আনারকলি বাজারে এসেছিলেন। পুলিশ জানিয়েছে, এতটাই শক্তিশালী বিস্ফোরণ ছিল যে বিস্ফোরণের পর রাস্তায় প্রায় আড়াই ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। একই সঙ্গে আশপাশের বহু বাড়ি ও পার্ক করা গাড়ির জানালার কাঁচ ভেঙে যায়।

লাহোরে বিস্ফোরণের তদন্ত করছে পুলিশ ( Blast in Lahore)

বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাত্রই ঘটনাস্থলে পৌঁছেন লাহোর পুলিশের শীর্ষ আধিকারিকরা। লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডক্টর মুহম্মদ আবিদ খান সাংবাদিকদের জানান কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা বলা এখনই সম্ভব নয়,  তবে আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি করেছি।

Blast in Lahore

আর ও পড়ুন : Australian Open: Sania in 2nd round মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে সানিয়া

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular