Thursday, November 21, 2024
Homeওয়েস্ট বেঙ্গলVictory of Democracy, says Mamata Banerjee on KMC Election Result বিজেপি ভোকাট্টা,...

Victory of Democracy, says Mamata Banerjee on KMC Election Result বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ : মমতা

শুভাশিস মণ্ডল ও জয়দেব গুহ, ইন্ডিয়া নিউজ বাংলা : ‘বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল।’ কলকাতা পুরভোটে বিরাট ব্যবধানে জয়ের পর কালীঘাটে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পুরভোটে কংগ্রেসের পরিস্থিতি নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। মমতা বলেন, ‘আর বিজেপি-সিপিএমের মাঝে স্যান্ডউইচ কংগ্রেস।’ বেলা ১২টা বেজে পাঁচ মিনিট নাগাদ নবান্নের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ভিকট্রি চিহ্ন দেখালেন মুখ্যমন্ত্রী।

এই জয় গণতন্ত্রের জয় (Victory of Democracy, says Mamata Banerjee on KMC Election Result)

এদিন বিপুল ভোটে মহানগরীর লাল বাড়ির দখল ফের একবার তৃণমূল কংগ্রেস নেওয়ার পর কার্যত বাঁধনহারা উচ্ছ্বাস কালীঘাটে দলীয় সুপ্রিমোর বাড়ির সামনে। চারিদিক তখন সবুজ আবির আর ঘাসফুল পতাকার ছড়াছড়ি। এই জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্রের উৎসবের জয়। যে রায় মা-মাটি-মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে।’

তৃতীয়বারের জন্য কলকাতা পুরনিগমে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘কলকাতা আমাদের গর্ব। কলকাতাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায়ই আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে। মানুষের জন্যই আরও বেশি করে কাজ করে যাব।’

অন্যদিকে, কলকাতা পুরসভায় বোর্ড গঠন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে এদিন সাংবাদিকদের জানান, ‘আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২টোর সময় মহারাষ্ট্র নিবাস হলে দলের পক্ষ থেকে যাঁরা জিতেছেন সবাইকে ডেকে ওখানে মেয়রের নাম প্রস্তাব হবে। আপনাদেরও আমন্ত্রণ রইল।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular