Thursday, November 21, 2024
Homeওয়েস্ট বেঙ্গলTMC meets today to form new board of KMC কলকাতার নতুন মেয়র...

TMC meets today to form new board of KMC কলকাতার নতুন মেয়র কে, আজ বৈঠক তৃণমূলের

শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : লালবাড়ি দখল নেওয়ার পর কার হাতে ব্যাটন তুলে দেওয়া হবে তা নিয়ে বৈঠকে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। দুপুর দুটোয় মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের সব নির্বাচিত কাউন্সিলারদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে দল। উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকার কথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তাপস রায়, দেবাশিস কুমার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বেশকিছু পদাধিকারীর।

মেয়র দৌড়ে এগিয়ে ফিরহাদ হাকিম (TMC meets today to form new board of KMC)

১৩৪টি আসনে জয়লাভ করে তৃতীয়বারের জন্য লালবাড়ির দখল নিয়েছে জোড়া ফুল শিবির। এবার মেয়র পদে কে বসবেন বা কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে আজ বৈঠকে আলোচনা হওয়ার কথা। ২১ তারিখ ফল ঘোষণার দিনই কলকাতা পুরসভার মেয়র এবং সম্ভাব্য বোর্ড গঠন নিয়ে আজকের দিনটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নতুন মেয়র ঠিক হওয়ার পাশাপাশি কলকাতা পুরসভার চেয়ারম্যান পদে কে বসবেন তাও ঠিক করা হবে বৈঠকে। সূত্রের খবর, কলকাতার মেয়র পদে পাল্লা ভারী ফিরহাদ হাকিমের। তবে তৃণমূলের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির ফলে ফিরহাদ হাকিমের নামের বদলে মেয়র পদে অন্য নামও উঠে আসছে বলে খবর। সেক্ষেত্রে দৌড়ে আছেন মালা রায়, দেবাশিস কুমার বা অতীন ঘোষও।

মহারাষ্ট্র নিবাস হলে বৈঠক তৃণমূলের (TMC meets today to form new board of KMC)

উল্লেখ্য, কলকাতা পুরসভা নির্বাচনে ১৪৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৩৪টি, বিজেপি ৩টি, বাম ২টি, কংগ্রেস ২টি এবং নির্দল ৩টি আসন। এরমধ্যে বিজেপিকে টপকে ভোট শতাংশে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামফ্রন্ট। এদিকে বিজয়ী নির্দল ৩ কাউন্সিলার ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে মনস্থির করেছেন। তাঁদের বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলেই জানা গেছে। তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলে কলকাতা পুরসভায় জোড়াফুল শিবিরে কাউন্সিলারের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩৭।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular