শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : রাজ্যে ক্রমশ জটিল হচ্ছে করোনা সংক্রমণের পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। মঙ্গলবার ৫ জনের শরীরে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে আরও ৫ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। সব মিলিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১১। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন সম্প্রতি বিদেশ থেকে এসেছেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেছেন, ‘এখন রাজ্যে ওমিক্রনে আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১০ জন। আগামীকাল আরও ৭০০টি নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানো হবে।’
Omicron traces in 5 more people in West Bengal ওয়ার্ক ফ্রম হোমের নিদান মুখ্যমন্ত্রীর
এদিকে করোনা সংক্রমণ হু হু করে বেড়ে যাওয়ায় আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতায় ফিরতে পারে কনটেনমেন্ট জোন। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বিষয়টি নিয়ে ওয়ার্ডভিত্তিক সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এ নিয়ে পর্যালোচনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সতর্কতা অবলম্বন করে দরকার হলে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোমও করে দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যে ওমিক্রণ বেড়ে যাওয়ায় স্বভাবতই লোকমুখে ঘুরছে, তবে কি ফের বন্ধ হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা? মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ করতে চাইছেন না বলেই জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে। তবে গঙ্গাসাগর মেলার পর লোকাল ট্রেনের সংখ্যা কমানো হবে কিনা, তা নিয়ে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।