শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : জীবনে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই বাজিমাত করলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার ৭৩ নং ওয়ার্ড থেকে এবার ভোটে দাঁড়ান কাজরী। ভোটে দাঁড়ান বলা ভুল, একপ্রকার জোর করে রাজনীতির ময়দানে টেনে আনেন তাঁর ননদ অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ননদের কথা ফেলতে না পেরে তৃণমূলের প্রতীকে দাঁড়াতে রাজিও হয়ে যান মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী। তবে মমতার একটি দাবি ছিল ভ্রাতৃবধূর কাছে। অনুরোধ করেছিলেন বিধানসভায় এই ওয়ার্ড থেকে মুখ্যমন্ত্রী যত ভোটে জয়লাভ করেছেন তাকেও ছাপিয়ে যেতে হবে। প্রায় সাড়ে ৬ হাজার ভোটে জয়লাভ করে মমতার ৫ হাজার ৮০০ ভোটকেও টপকে গেলেন কার্তিকজায়া।
প্রথমবার নির্বাচনে জয়ী মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee won KMC election for first time)
৬ হাজার ৪৯৩ ভোটে জিতলেন কাজরী বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে ৭৩ নং ওয়ার্ড থেকে বিজেপির হয়ে দাঁড়ান ইন্দ্রজিৎ কার্তিক, বাম প্রার্থী মধুমিতা দাস এবং কংগ্রেস প্রার্থী প্রবীর কুমার পাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে এহেন চতুর্মুখী লড়াইয়ে সবার নজর ছিল বইকী। ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তৃতীয় জনপ্রতিনিধি হলেন কাজরী। জয়ের খবর আসার পরেই আনন্দে সাংবাদিকদের জানালেন, ‘জয়ের পরেই দিদির আর্শীবাদ নিয়েছি। তিনি বলেছেন, এগিয়ে যাও। আর কোনও অসুবিধা হলে আমরা পাশেই আছি।’