শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : ৫০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তৃণমূল ছেড়ে আসার পরে বিজেপির টিকিটে দাঁড়িয়ে কতটা দাগ কাটতে পারেন সেদিকেই নজর ছিল সবার। জয়ের পর লেবুতলা পার্কের পাড়ার ছেলে সজল বললেন, ‘মানুষের হয়ে গেলাম। আমি ব্যক্তিগত সকলের কাছে যাব। বলব এসো সকলে মিলে এলাকার কাজ করি।’
৫০ নং ওয়ার্ডে পদ্ম ফুল ফোটালেন সজল ঘোষ (BJP candidate Sajal Ghosh won first time in KMC election)
এর আগে গত ১২ অগস্ট মুচিপাড়া থানা এলাকায় হওয়া গোলমালে উস্কানি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বাড়ির দরজা লাথি মেরে ভেঙে পুলিশ গ্রেফতার করে সজলকে। তা নিয়ে রাজ্য-রাজনীতিতে তোলপাড় হয়েছিল। পরে জামিন পান তিনি।
পুরভোটে বিজেপির টিকিটে লড়তে চেয়ে একাধিকবার মুরলি ধর লেনের দ্বারস্থ হয়েছিলেন সজল। বলেছিলেন, ‘প্রার্থী হতে না পারলে, অনুগামীদের কাছে মুখ দেখানো কঠিন হয়ে যাবে।’ এহেন সজলকে নির্বাচনে টিকিট দেওয়ায় বিজেপির অন্দরে শোনা গিয়েছিল একাধিক গুঞ্জন। সেই গুঞ্জনকে হেলায় উড়িয়ে ১ হাজার ৯৩ ভোটে পরাজিত করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুমী দেকে। ঘাসফুলের গড় লেবুতলা পার্কের ৫০ নং ওয়ার্ডে ফোটালেন পদ্ম ফুল।