Firhad Becomes Mayor, Deputy Atin Ghosh, Mala Roy Chairperson কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায়
মহিলাদের গুরুত্ব বাড়ল,প্রতি ৬ মাসে রিপোর্ট
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতাঃ সব জল্পনার অবসান। কলকাতার মেয়র হলেন ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ, চেয়ারপার্সন হলেন মালা রায়। ঘোষণার আগে কলকাতা পুরভোটে জয়ী ১৩৪ জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর ২টোয় হাজরা রোডের মহারাষ্ট্র নিবাসে বসে বৈঠক। এই বৈঠকেই কলকাতা পুরসভার নতুন বোর্ড গঠন হয়। বৈঠকের পরই নঘোষণা করা হয় কলকাতার নতুন মেয়রের নাম।
মমতা বললেন, ‘‘ভাল কাজ করলে দল দেখবে। এখানে কোনও ব্যক্তিগত লবি নেই । তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা মা-মাটি-মানুষ’’
মেয়র হিসেবে দায়িত্ব পেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেছিলেন ফিরহাদ হাকিম। নতুন মেয়র বলেছেন “দিদি বলেছেন ভাল ভাবে কাজ করো। মেয়র হিসেবে প্রথমেই কি করতে চান তা নিয়ে ফিরহাদ বলেন, আমার প্রথম লক্ষ্য হবে ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তা প্রত্যকটি পালন করা।
এবার মহিলাদের গুরুত্ব আরও বাড়ল। ১৬টি বরো কমিটির মধ্যে ৯টিতেই মহিলা চেয়ারম্যান হয়েছেন। জানিয়ে দেন মমতা।
এবার থেকে প্রতি ৬ মাস রিপোর্ট কার্ড নেব : মমতা
প্রতি ছ’মাসে কাউন্সিলরদের রিপোর্ট কার্ড নেবেন। কাজ ঠিক মতো হচ্ছে কি না তা দেখবেন। ‘‘কথা কম কাজ বেশি করুন’’ কাউন্সিলরদের বললেন মমতা। জানালেন, ‘‘সাংবাদিকদের বেশি বিবৃতি দিলাম অথচ কাজের কাজ করতে পারলাম না— এ সব তৃণমূলে চলবে না। বিজেপিতে হয়।’’
প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ মুখ্যমন্ত্রী মমতার
মমতা বললেনন, ‘‘আজ সুব্রত দাকে মিস করছি। সুব্রত দা যখন মেয়র হয়েছিলেন তখন আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। ওঁর মৃত্যু আমাদের কাছে গ্রেট লস।’’
Published by Samyajit Ghosh